চিকিত্সা না পেয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’
সংসারের অভাব-অনটনে চিকিত্সা না করাতে পেরে অবশেষে ‘আত্মহত্যা’র পথ বেছেনিলেন কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামের শরিতোন বেগম (৩৫)। মঙ্গলবার রাত দুইটার দিকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের শারিরিক প্রতিবন্ধী রফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, শরিতোন বেগম দীর্ঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগছিলেন। স্বামী প্রতিবন্ধী হওয়ায় তারা খুব কষ্ট করে জীবনযাপন করতেন। তাদের একটি মেয়ে সন্তান আছে। বছর দুয়েক আগে তাদের যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে একমাত্র মেয়ের বিয়েও দিয়েছে। কিন্তু প্রতিবন্ধী স্বামী সঠিকভাবে আয় রোজগার করতে না পারায় শরিতোন মানুষের জমিতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু শরিতোন র্দীঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগলেও অর্থাভাবে সঠিক চিকিত্সা করতে না পারায় ও গতকাল ওষুধ কিনতে না পেরে রাত ১২ টার দিকে তার নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাটি থানায় অবগত করলে রাত দুইটার দিকে পুলিশ এসে শরিতোনের লাশ উদ্ধার করে থানায় ন...