Posts

চিকিত্সা না পেয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

Image
সংসারের অভাব-অনটনে চিকিত্সা না করাতে পেরে অবশেষে ‘আত্মহত্যা’র পথ বেছেনিলেন কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামের শরিতোন বেগম (৩৫)। মঙ্গলবার রাত দুইটার দিকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের শারিরিক প্রতিবন্ধী রফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, শরিতোন বেগম দীর্ঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগছিলেন। স্বামী প্রতিবন্ধী হওয়ায় তারা খুব কষ্ট করে জীবনযাপন করতেন। তাদের একটি মেয়ে সন্তান আছে। বছর দুয়েক আগে তাদের যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে একমাত্র মেয়ের বিয়েও দিয়েছে। কিন্তু প্রতিবন্ধী স্বামী সঠিকভাবে আয় রোজগার করতে না পারায় শরিতোন মানুষের জমিতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু শরিতোন র্দীঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগলেও অর্থাভাবে সঠিক চিকিত্সা করতে না পারায় ও গতকাল ওষুধ কিনতে না পেরে রাত ১২ টার দিকে তার নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাটি থানায় অবগত করলে রাত দুইটার দিকে পুলিশ এসে শরিতোনের লাশ উদ্ধার করে থানায় ন...

হার্টের অপারেশন শেষে দেশে ফিরেছেন এরশাদ

Image
  জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার তিনি দেশে ফিরেন। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার স্ত্রী ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ জাপার নেতাকর্মীরা।  জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম ও মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, গত ১৬ অক্টোবর সিঙ্গাপুর যান এরশাদ। এরপর ২০ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে তার হার্টে অপারেশন হয়। ইত্তেফাক/আনিসুর

‘রাখাইনে জাতিগত নির্মূলের দায় নির্ধারণে দায়িত্ব রয়েছে জাতিসংঘের’

Image
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংস ঘটনাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জাতিগত নির্মূলের প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আখ্যা দিয়েছেন। যার দায় নির্ধারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।  সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর রিপোর্টের ওপর এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তৃতায় একথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে আইসিসি’র রিপোর্টের ওপর এই আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘মিয়ানমারের নব্য গণতন্ত্রের সুযোগে এর নিরাপত্তা বাহিনী সৃষ্ট চলমান এই সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম প্রবিধানের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।’ ‘মিয়ানমারে সংঘটিত নৃশংসতার ঘটনা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে’ মর্মে জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাডামা ডিয়েং এর সাম্প্রতিক বক্তব্যের বিষয়টিও এ আলোচনা সভায় তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। ...

ব্রহ্মপুত্রে টানেল তৈরির খবর বানোয়াট: চীন

Image
ব্রহ্মপুত্র নদের পানি শিংজিয়াং প্রদেশে নিতে টানেল তৈরির খবর বানোয়াট বলে জানিয়েছে চীন। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং বলেন, এই প্রতিবেদনটি মিথ্যা ও ভুল। আন্তঃদেশীয় জলধারা নিয়ে সহযোগিতাকে গুরুত্ব দেয় চীন। এই ধরনের টানেল তৈরির কোনো পরিকল্পনা নেই।  সোমবার হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়, চীন ব্রহ্মপুত্রে একহাজার কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের পরিকল্পনা করছে। এ নিয়ে বিজ্ঞানীরা কাজও শুরু করেছেন। টাইমস অব ইন্ডিয়া। ইত্তেফাক/সেতু

প্রতিদিন ৩০০ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

Image
রাখাইনে সহিংসতার কারণে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অথচ আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার এখন বলছে তারা প্রতিদিন কেবলমাত্র ৩০০ রোহিঙ্গাকে ফেরত নেবে। গত সোমবার মিয়ানমারের শ্রম, অভিবাসন ও জনসংখ্যা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মুইন্ট কিয়াইং বলেন, প্রতিদিন দুটি চেক পয়েন্ট দিয়ে ৩০০ জন রোহিঙ্গাকে যাচাই করে রাখাইনে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমার। মংডু শহরের দুটি চেক পয়েন্ট থেকে রোহিঙ্গাদের নেওয়া হবে। এদিকে, রোহিঙ্গাবাহী একটি নৌকা গতকাল মঙ্গলবার ভোরে উখিয়ার উপকূলীয় এলাকা বাইলাখালির চ্যানেলে ডুবে যায়। এঘটনায় চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ নৌকাডুবিতে চার রোহিঙ্গার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে। গতকাল ইউএনএইচসিআর এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নৌকাডুবির ঘটনায় এই প্রতিক্রিয়া জানানো হয়। ইউএনএইচসিআর-এর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে মঙ্গলবার সকালে নৌকাটি ডুবে গেলে চার রোহিঙ্গা নিহত হয়। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়। এদিকে, টেকনাফের উপকূলে গত দুইদিনে তিন শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, মিয়ানমারে গত দুই মাস ধরে চলমান ন...

বেশি কাজ করার পরিণাম ছাটাই!

Image
বলা হয়ে থাকে, যে কোনো প্রতিষ্ঠানে কর্মীদের মূল্যায়নের প্রধান নিয়ামকই হলো কর্মীদের কর্মতত্পরতা। কেউ কাজে ফাঁকি দিলে যেমন শাস্তির মুখে পড়তে হয় তেমনি ভালো কাজ করলে করা হয় পুরস্কৃত। কিন্তু চিরায়ত এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে স্পেনের বার্সালোনায়। বেশি কাজ করায় বছরের সেরা কর্মীর খেতাব পাওয়ার বদলে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে প্রতিষ্ঠানের ম্যানেজার জিন পি’কে। তার বিরুদ্ধে অভিযোগ কাজ শুরু হওয়ার অনেক আগে ভোর পাঁচটায় তিনি কর্মস্থলে এসে কাজ শুরু করেন। সবাই কাজ সেরে চলে গেলেও অফিসে বসে কাজ করতে থাকেন জিন পি। এমন কর্তব্যপরায়ণ কর্মীকেই কিনা চাকরি থেকে ছাটাই করেছে কর্তৃপক্ষ! হতভাগ্য জিন পি বাধ্য হয়ে তাই আদালতের শরণাপন্ন হয়েছেন। এমন কাজ পাগল কর্মীকে ছাটাই করার পেছনে যুক্তি দেখানো হয়েছে, তিনি অফিসের নিয়মকে লঙ্ঘন করে বেশি কাজ করতেন। তবে জিনের দাবি, গত ১২ বছর ধরে অতিরিক্ত পয়সা ছাড়া বেশি কাজ করলেও কর্তৃপক্ষ তাকে কখনো নিষেধ করেনি। এনডিটিভি ইত্তেফাক/আনিসুর

৮ মাস জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ /জাগো বাংলা ডেস্ক

Image
জাটকা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। জাটকাকে পরিণত ইলিশে রূপান্তর করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তর এ আদেশ জারি করেছে। আদেশ অমান্যকারীকে এক থেকে দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে। বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, ৯ ইঞ্চি কিংবা তার কম আকারের ইলিশ জাটকা হিসেবে গণ্য করা হয়। জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে আজ থেকে ৩০ জুন পর্যন্ত এ মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, জাটকা ধরা বন্ধে দেশের উপকূলীয় অঞ্চলের জেলে পল্লীগুলোতে সচেতনতামূলক মাইকিং ও প্রচারপত্র বিতরণ চলছে। এ ছাড়া জাটকা পরিবহন না করার জন্য বাস-ট্রাক মালিক সংগঠনগুলোর সঙ্গে সভা করা হবে। এছাড়াও সার্বক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এজে