৮ মাস জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ /জাগো বাংলা ডেস্ক

৮ মাস জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ
জাটকা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। জাটকাকে পরিণত ইলিশে রূপান্তর করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তর এ আদেশ জারি করেছে।
আদেশ অমান্যকারীকে এক থেকে দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে।
বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, ৯ ইঞ্চি কিংবা তার কম আকারের ইলিশ জাটকা হিসেবে গণ্য করা হয়। জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে আজ থেকে ৩০ জুন পর্যন্ত এ মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, জাটকা ধরা বন্ধে দেশের উপকূলীয় অঞ্চলের জেলে পল্লীগুলোতে সচেতনতামূলক মাইকিং ও প্রচারপত্র বিতরণ চলছে। এ ছাড়া জাটকা পরিবহন না করার জন্য বাস-ট্রাক মালিক সংগঠনগুলোর সঙ্গে সভা করা হবে। এছাড়াও সার্বক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
এজে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য