নির্বাচনে বিরোধী দল কি অংশ নেবে?
জাতি অনেকটা উদগ্রীব হয়ে আছে আগামী সাধারণ নির্বাচনের দিকে। আগামী নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে এবং পুনর্গঠিত কমিশন তাদের পরিকল্পিত কার্যক্রম শুরু করে দিয়েছে। একই সঙ্গে ছোট-বড় প্রায় সব রাজনৈতিক দল, বিভিন্ন আগ্রহী প্রার্থী, নির্বাচনে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবসায়ীরাও তাদের কর্মতৎপরতা বৃদ্ধি করতে শুরু করেছে। সেই সঙ্গে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ও কর্তৃপক্ষ তাদের উদ্দেশ্যপ্রণোদিত বক্তৃতা ও বিবৃতি দিয়ে রাজনৈতিক মাঠ তথা নির্বাচনী বাজার গরম করার চেষ্টা করছে। সরকার ও নির্বাচন কমিশন সংবিধানের যে বিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে বিরোধী সব পক্ষ সংবিধানের সেই ধারার অধীনে নির্বাচনে অংশগ্রহণে রাজি নয় বলেই মনে হচ্ছে। বিরোধী পক্ষ বক্তৃতা-বিবৃতি দিয়ে সংসদ নির্বাচনের বিষয়ে সংবিধানের কতিপয় বিলুপ্ত ধারা পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে, অন্যথায় তারা নির্বাচনে না যাওয়ার মনোভাব প্রকাশ করছে। তবে বর্তমান সংবিধানের আর একটি বিকল্প ধারার অধীনে সংসদ বিলুপ্ত করে নির্বাচনের ব্যবস্থা করলে সেই নির্বাচনে হয়তো বিরোধী পক্ষের অংশগ্রহণ করার সম্ভা...