Posts

আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব -স্যালুট জানায় তোমাদেরকে

Image
মায়ানমারের সেনাবাহিনী নিজ দেশের মানুষকে নির্মমভাবে শহিদ করতেছে, আর আমার দেশের সেনাবাহিনী মাতা-পিতার মত ভালোবাসা ও ভাই-বোনের আদর যত্ন করে তাদের মুখে খাবার তুলে দিচ্ছে, কাউকে আবার পানি পান করাচ্ছে, কোথাও গৃহ নির্মান করতেছে। এটাই পার্থক ইসলাম, আর কুফরের মধ্যে, হাজার সালাম ও ধন্যবাদ জানাই আমার দেশের দেশ প্রেমিক সেনাবাহিনীকে।  স্যালুট তোমাদেরকে। আব্দুল কাদের মাসুম

মিয়ানমারের পাশে থাকবে জাপান

Image
  এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি   বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published:  2017-09-26 14:06:16.0 BdST   Updated:  2017-09-26 15:08:58.0 BdST Previous Next রোহিঙ্গাদের দমন-পীড়নের ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের প্রতি সব ধরনের সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে জাপান। সম্প্রতি রাখাইন সফরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী ইআও হরি সমর্থন অব্যাহত রাখায় মিয়ানমার সরকারকে এ প্রতিশ্রুতি দেন বলে সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, রোহিঙ্গা সঙ্কটের পর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর মিয়ানমার সফর করেন পররাষ্ট্র উপমন্ত্রী ইআও হরি। রাখাইনে চলমান সহিংসতা নিয়ে সফরের প্রথম দিন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, প্রধান সেনা কমাণ্ডার অং পাও সু, স্টেট কনসুলার ইন মাৎ আইসহ বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে জাপানের অবস্থান ব্যাখ্যা করে মিয়ানমার বিষয়ে তাদে...

চাকরি গেল সেই সচিবের গাড়িচালকের

Image
চাকরি গেল ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি চালানোয় আলোচনায় থাকা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মিয়ার। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্রাইভারকে (বাবুল মিয়া) চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি মূলত সমবায় অধিদফতরের গাড়িচালক। এক বছর ধরে তিনি সচিবের গাড়ি চালাতেন। উল্লেখ্য, গত রোববার রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে আসায় ঐ সচিবের গাড়ি পুলিশের হাতে ধরা পড়ে। পরদিন (সোমবার) বাংলামোটরে উল্টো পথে ফের ট্রাফিক পুলিশের হাতে আটকা পড়ে একই গাড়ি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনার মুখে পড়েন মাফরুহা সুলতানা। অর্থসূচক/আজম/রাসেল

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি পার্বত্য ভিক্ষু সংঘের আহ্বান রাঙ্গামাটি প্রতিনিধি

Image
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও ক্ষতিপুরণ সহকারে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ। পাশাপাশি কক্সবাজারের জনবসতিহীন এলাকায় পর্যাপ্ত শরণার্থী শিবির স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটির মৈত্রী বিহারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শীলপাল থেরো। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি ভদন্ত বুদ্ধ দত্ত মহাথের, রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি ভদন্ত শ্রদ্ধা লংকার মহাথের প্রমুখ। ইত্তেফাক/ আরকেজি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: হর্ষ বর্ধন শ্রিংলা

Image
                                                                     ফাইল ছবি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটা সব সম্প্রদায়ের মানুষের। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শেখ হাসিনার সরকার এই উৎসবকে গুরুত্ব দিয়ে থাকেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে করা শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য  অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র মণ্ডল, ভারতীয় দূতাবাসের প্রথম সচিব রাজেশ উকে, জেলা ...

রোহিঙ্গা সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখবে চীন: রাষ্ট্রদূত ১৫০ টন ত্রাণসামগ্রী আসছে /ইত্তেফাক রিপোর্ট

Image
রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনে চীন গঠনমূলক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মা মিং চিয়াং। তিনি আরো জানান, এসব শরণার্থীর প্রতি তাদের সহানুভূতি রয়েছে। চীনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দূতাবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন। বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি- শিগগিরই এ সংকটের সমাধান হবে। আর এ ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহ রয়েছে চীনের। এ সময় তিনি জানান, শরণার্থীদের জন্য আগামী দু’দিনের মধ্যে চীন থেকে ১৫০ টন জরুরি ত্রাণসামগ্রী চট্টগ্রামে এসে পৌঁছাবে। ইত্তেফাক/এএম।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

Image
মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূলত আজ থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির কর্মসূচি অনুযায়ী গতকাল সয়ংকালে অর্থাৎ সন্ধ্যায় দেবীর বোধন সম্পন্ন হয়েছে। মহালয়ার মাধ্যমে শুরু হয়েছিল দেবীর আবাহন। আজ মহাষষ্ঠীতে দেবী কৈলাস থেকে মর্ত্যলোকে এলেন। জগতের কল্যাণ কামনায় এবার দেবী দুর্গা আসছেন নৌকায়। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি মর্ত্যলোকে আসছেন বাপের বাড়ি বেড়াতে। সঙ্গে আসছেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী; ধন, ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরুষের প্রতীক কার্তিক। অন্যদিকে, দেবী দুর্গাকে বরণ করতে ভক্তরাও সমানভাবে উদগ্রীব। তাদের আয়োজনও কম নয়। এবারের দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে ইতিমধ্যেই বর্ণাঢ্য প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় বিশেষভাবে নিয়োজিত রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  দেশের ঐতিহ্যমণ্ডিত পূজা মণ্ডপগুলোয় পূজার পাশাপাশি ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদান, বস্ত্র প্রদান অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর ...