ধর্ম যার যার, রাষ্ট্র সবার: হর্ষ বর্ধন শ্রিংলা
ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটা সব সম্প্রদায়ের মানুষের। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শেখ হাসিনার সরকার এই উৎসবকে গুরুত্ব দিয়ে থাকেন।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে করা শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র মণ্ডল, ভারতীয় দূতাবাসের প্রথম সচিব রাজেশ উকে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
Comments