রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি পার্বত্য ভিক্ষু সংঘের আহ্বান রাঙ্গামাটি প্রতিনিধি
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও ক্ষতিপুরণ সহকারে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ। পাশাপাশি কক্সবাজারের জনবসতিহীন এলাকায় পর্যাপ্ত শরণার্থী শিবির স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটির মৈত্রী বিহারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শীলপাল থেরো। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি ভদন্ত বুদ্ধ দত্ত মহাথের, রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি ভদন্ত শ্রদ্ধা লংকার মহাথের প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
Comments