Posts

রোহিঙ্গাদের টাকা ভাগাভাগি নিয়ে জবিতে ছাত্রলীগের সংঘর্ষ

Image
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য তোলা সাহায্যের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগের বার্টেক্স ও মার্শাল নামের দুই গ্রুপের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় বার্টেক্স নামের ছাত্রলীগের একটি গ্রুপ শিক্ষার্থীদের থেকে রোহিঙ্গাদের সাহায্যের কথা বলে প্রায় দেড় লাখ টাকা উঠায়। ওই টাকা রোহিঙ্গাদের সাহায্যে না পাঠিয়ে নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেয়ার পরিকল্পনা হয় বলে অভিযোগ ওঠে। গতকাল রবিবার মার্শাল গ্রুপের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করেন। পরে তাকে বার্টেক্স গ্রুপের ছেলেরা মারধর করেন। এরই সূত্র ধরে সোমবার দুপুর একটার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১২তম ব্যাচের নাঈম, আশিক, শুভ, শাকিল, মাহফ...

দেখার অপেক্ষায় আমি

Image
দেখার অপেক্ষায় আমি কিছু বলবো না শুধুই দেখে যাব কারণ আমি যখন ফানুস উত্তোলনের বিষয় নিয়ে যুক্তি তুলে ধরেছি তখন আমাকে অনেক সমাজ নেতা সহ ভিক্ষু সংঘ আমার ম্যাসেন্জার অপশনে করে বলেছিল আমি নাকি ফানুস বিষয় নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছি যার পরিণাম ভাল হবেনা এক কথায় হুমকি দিচ্ছিলো আমাকে !!! তবে আমি ওনাদের কে বলেছিলাম আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন সবসময় সত্যের পথে থাকতে পারি সত্যকে যেন সবার মাঝে তুলে ধরতে পারি !!!!! আজ সেইসব সমাজ নেতা আর ভিক্ষু সংঘের কাছে আমার প্রশ্ন:- আপনারা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিবেন ???? যারা আমাদের তথাগত গৌতম বুদ্ধকে বারবার অপমাননা করে যাচ্ছে!!!! আপনারা কি সংবাদ সম্মেলন করবেন ?????? ৭১ টিভি চ্যানেল পরিচালনার ব্যক্তির সাথে কি এই বিষয় নিয়ে কথা বলবেন ????????? আমি বলেছিলাম-- আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির পানি যখন জমে গিয়ে নদীর উপরে উঠে যাবে তখন কিন্তু বন্যা বয়ে যাবে !!!! তাই আমি চাই না আর কোনো বন্যা হোক !!!! সুমি মুৎসুদ্দি সুমি মুৎসুদ্দি

তাহলে বিদেশে আমাদের কোনও বন্ধু নেই?

Image
  আমাদের সময়.কম প্রকাশের সময় : 26/09/2017 -0:17 আপডেট সময় : 26/09/ 2017-0:17 আমরা এতোদিন শুনে আসছি চীন-ভারত আমাদের পরম বন্ধু। একটি অংশ বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। আবার বাকি অংশটি বলেন, চীনই অকৃত্তিম বন্ধু। আমাদের নেতা-নেত্রীরাও প্রায়ই বলে থাকেন, বিদেশে আমাদের কোনও প্রভু নেই, বন্ধু আছে। বন্ধু অনেকেই আছে, তবে তারমধ্যে এ দু’টির কদর একেবারেই ভিন্ন। এই বন্ধুদের জন্য আমরা বিভিন্ন সময়ে অনেক ত্যাগ স্বীকারও করে থাকি। এই দু’টি দেশের পণ্যের বাজার হিসেবেই আমরা বরাবর ব্যবহৃত হয়ে আসছি। পশ্চিমা দেশগুলোতে গার্মেন্টস পণ্য রফতানি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সসহ বিদেশ থেকে আমরা যত বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি তার সিংহভাগই নিয়ে যাচ্ছে চীন এবং ভারত। বিশ্বের ১৯৮টি দেশের সঙ্গে আমাদের আমদানি-রফতানির বাণিজ্য রয়েছে। তবে আমাদের মোট আমদানি বাবদ ব্যয়ের প্রায় ৩৬ শতাংশ এই দুটি দেশ দখল করে রেখেছে। অন্যদিকে এই দু’টি দেশ থেকে রফতানি বাবদ আয় আসে মাত্র ৩.৯১ শতাংশ। অর্থাৎ দেখা যাচ্ছে, আর্থিক দিক দিয়ে এরা আমাদের কাছ থেকে ব্যাপকভাবে লাভবান হচ্ছে। এছাড়া অন্যান্য লাভ তো আছেই। অথচ, আমাদের এই কঠিন সময়ে দেশ দ...

কক্সবাজারে পরিবহন যাত্রীদের পরিচয়পত্র দেখাতে হবে

Image
কালেরকন্ঠ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গাদের সারাদেশে ছড়িয়ে পড়া ঠেকাতে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করার জন্য কক্সবাজারের সকল বাস ও পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে। রোহিঙ্গারা তাদের অস্থায়ী আশ্রয় শিবির থেকে বেরিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কার প্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার বলেন, ‘আমরা কক্সবাজারে তাদের আশ্রয় শিবির থেকে বেরিয়ে যাওয়া ঠেকাতে চাইছি। ’ তিনি আরো বলেন, ওই এলাকায় যে কোন ধরনের পরিবহনের যাত্রীকে অবশ্যই ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে। নগরীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী চেকপয়েন্ট বসিয়েছে। এর আগে, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক জানান, ২৫ আগস্ট মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে জন¯্রােত শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক রোহিঙ্গাকে আটক করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর, পুলিশ মানিকগঞ্জ থেকে ২০ রোহিঙ্গাকে আটক করে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠিয়েছে। পুলিশ সদরদপ্তরের এই কর্মকর্তা জানান, ১০ সেপ্টেম্বর পুলিশের সদর দপ্তর থেকে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় ...

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক

Image
মিয়ানমারের চলা সহিংসতা নিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কূটনীতিকেরা এই বৈঠকের কথা জানিয়েছেন আজ। খবর এএফপির। যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে বৃহস্পতিবারের বৈঠক হব। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার পর সেনা অভিযান শুরু হলে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার মানুষ পালিয়ে বাংলাদেশে এসেছে। এদের প্রায় সবাই সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম। জাতিসংঘ রাখাইনে চলা এই সেনা অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে দাবি করেছে। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই অভিযানকে ‘গণহত্যা নামে অভিহিত করেন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী আর চার সদস্য রাষ্ট্র মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেনও আগামী বৈঠকের অনুরোধ জানায়। এর আগে নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকের পর মিয়ানমারে সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানায়। সব English আরও সংবাদ বিষয়: জাতিসংঘ

শরীর থেকে রুহ কিভাবে বের হবে-

Image
নবী করিম (সা:) বলেছেন, “যখন একজন মু'মিন বান্দা মৃত্যু বরণ করার সময় হয়, তখন ফেরেশতারা জান্নাত থেকে  সুগন্ধি নিয়ে দুনিয়াতে নেমে আসে এবং সেই মু'মিন বান্দার সামনে বসে। তারপর মৃত্যুর ফেরেশতা (আজরাঈল) অবতরণ করে এবং সেই মু'মিন ব্যক্তিকে বলে,"খুশি হও, আনন্দিত হও ! তোমার সাথে আল্লাহ্ তা'আলার করা ওয়াদার ব্যাপারে আনন্দিত হও!" তারপর তিনি (আজরাঈল) রূহকে বেরিয়ে আসতে বলেন। তিনি বলেন "হে প্রশান্ত আত্মা!শান্তির সাথে বেরিয়ে এসো ! তোমাকে আল্লাহ্ সুবহানাহুওয়া তা'আলা যে নি'আমত দিবেন,সে দিকে বেরিয়ে এসো", নবী করিম (সা:) বলেন , সেই মু'মিন বান্দার রূহ তখন এত সহজে বেরিয়ে আসে, ঠিক যেমনিভাবে পানির জগ উপুড় করলে তা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে। দেহ থেকে এই রূহ যেন অতি সহজে, পিছলে বের হয়ে আসে। (ইবনে মাজা-৫৩৪) আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুক। _____(আমিন) Source  MD Rayhan ‎

ভারতে আশ্রয় চায় রাখাইন থেকে পালিয়ে আসা হিন্দুরা

Image
প্রকাশিত: ১৯:০১, সেপ্টেম্বর ২০, ২০১৭  | সর্বশেষ আপডেট: ১৯:০৩, সেপ্টেম্বর ২০, ২০১৭ মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ। রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া এসব মানুষের প্রত্যাশা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তবাদী ভারত সরকার তাদের আশ্রয় দেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে। ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হওয়ার এ পর্যন্ত ৪ লাখ ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এদের মধ্যে অন্তত ৫০০ হিন্দু ধর্মালম্বী মানুষ রয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া হিন্দুরা জানান, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের গ্রামে ফিরে যেতে তারা আতঙ্কিত। এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে থাকতেও তারা ভয় পাচ্ছেন। এদিকে, মোদির সরকার বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সহজ করার পদক্ষেপ নিয়েছে। রোহিঙ্গা শিবিরে থাকা নিরঞ্জন রুদ্র নামের হিন্দু ব্যক্তি জানায়, ‘হিন্দুস্তান নামেও পরিচিত ভারত। হ...