দেখার অপেক্ষায় আমি

Image may contain: 1 person



দেখার অপেক্ষায় আমি
কিছু বলবো না শুধুই দেখে যাব কারণ আমি যখন ফানুস উত্তোলনের বিষয় নিয়ে যুক্তি তুলে ধরেছি তখন আমাকে অনেক সমাজ নেতা সহ ভিক্ষু সংঘ আমার ম্যাসেন্জার অপশনে করে বলেছিল আমি নাকি ফানুস বিষয় নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছি যার পরিণাম ভাল হবেনা এক কথায় হুমকি দিচ্ছিলো আমাকে !!! তবে আমি ওনাদের কে বলেছিলাম আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন সবসময় সত্যের পথে থাকতে পারি সত্যকে যেন সবার মাঝে তুলে ধরতে পারি !!!!!
আজ সেইসব সমাজ নেতা আর ভিক্ষু সংঘের কাছে আমার প্রশ্ন:- আপনারা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিবেন ???? যারা আমাদের তথাগত গৌতম বুদ্ধকে বারবার অপমাননা করে যাচ্ছে!!!!
আপনারা কি সংবাদ সম্মেলন করবেন ??????
৭১ টিভি চ্যানেল পরিচালনার ব্যক্তির সাথে কি এই বিষয় নিয়ে কথা বলবেন ?????????
আমি বলেছিলাম-- আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির পানি যখন জমে গিয়ে নদীর উপরে উঠে যাবে তখন কিন্তু বন্যা বয়ে যাবে !!!!
তাই আমি চাই না আর কোনো বন্যা হোক !!!!

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য