আইএসের দখলে থাকা ৪৪টি শহর পুনর্দখল সিরিয় বাহিনীর অনলাইন ডেস্ক
ইসলামিক স্টেট (আইএস) এর দখলে থাকা মধ্য ও পূর্বাঞ্চলের ৪৪টি শহর ও গ্রাম গত দুই সপ্তাহের মধ্যে পুনর্দখল করে নিয়েছে সিরিয় সেনাবাহিনী। সিরিয়ার বার্তা সংস্থা সানার বরাত দিয়ে সিনহুয়া আজ এ খবর দেয়। সানার খবরে বলা হয়, সেনারা পূর্ব সিরিয়ার দিয়ার আল জোয়ার প্রদেশ, উত্তর সিরিয়ার রাকা ও মধ্য সিরিয়ার হামা প্রদেশ এলাকার ৪৪টি শহর ও গ্রাম পুনর্দখল করেছে। গত দুই সপ্তাহে অভিযান চলাকালে ১৯টি আইএস ঘাঁটি ধ্বংস করে সিরিয় সেনারা এবং তাদের হাতে শতাধিক আইএস জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে তিউনিশিয়া, ইরাক ও সৌদি নাগরিক রয়েছে। সিরিয়া সেনাদের হাতে আইএসের দখলে থাকা দেশটির পূর্ব এলাকার প্রদেশ হুমস পতন হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারী কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানিয়েছেন। হুমস, রাকা ও দিয়ার আল জোয়ার প্রদেশে সিরিয়া সেনাদের অভিযান বড় ধরনের সাফল্য বলে মনে করা হচ্ছে। সিনহুয়া। ইত্তেফাক/সেতু