রোহিঙ্গাদের জন্য কী করছে তাবলিগ জামাত,

রোহিঙ্গা ও তাবলীগ!
রোহিঙ্গাদের জন্য কী করছে তাবলিগ জামাত, হীনমন্যতার মানদন্ডে কোটি টাকার প্রশ্ন!
আমরা যখন ফটোসেশন ও সমালোচনায় ব্যস্ত,তাবলীগিরা তখন টেকনাফে মসজিদ আবাদ, দ্বীনের দাওয়াত ও ত্রাণ নিয়ে মুক্ত হস্ত।
আজ কাকরাইল থেকে ১৫০টি জামাত পাঠানো হয়েছে রোহিঙ্গা মুহাজিরদের নুসরতে,সাথে বিপুল পরিমাণে ত্রাণ পাঠানো হয়েছে।
রোহিঙ্গাদের আফসোস তাবলীগের এই মেহনত আমাদের আরাকানে জোরদার থাকলে তো আমরা এই কস্টে পতিত হতাম না।
জীবনে শান্তির নামাজ পড়লাম তাবলীগের দাওয়াতে।
রোহিঙ্গা সংকটে টেকনাফের বিভিন্ন ক্যাম্পে তাবলীগ জামাতের সাথীরাও সাধ্য মতো খেদমত করে যাচ্ছেন৷ প্রায় প্রতিদিন ঢাকা থেকে সেখানে (স্বল্প মেয়াদে) নতুন জামাত পাঠানো হচ্ছে৷ তাদের প্রধান কাজই হলো ত্রাণ বিতরণ৷ সাথে দীনি পরিবেশে ও সবাই এই বিপদে মুল দাতা আল্লাহর দিকে ফিরানোর ফিকির৷
তাবলিগ জামাত যেহেতু কোনো ব্যানার ব্যবহার করে না তাই তাদের খেদমতটা অতোটা প্রচার পায় না৷ মিডিয়া/ব্যানার ব্যবহার না করা এটি তাবলিগের গুরুত্বপূর্ণ একটি দিক৷
যেসব ভাই অযথাই বিতর্ক সৃষ্টি করছেন তাদেরকে বাস্তব অবস্থা জানার অনুরোধ করছি৷ কোনো পক্ষের কাজকেই ছোট করে দেখবার সুযোগ নেই৷ সবাই মজলুমের পক্ষে কাজ করছেন৷
মানবতার জয় হোক দিকে দিকে৷
ঘরে বসে না চেচিয়ে গিয়ে দেখি কারা কি করছে, আর আমি কেন কপট লাগিয়ে বুলি ছাড়ছি???
Source Mijanur Rahman
Comments