পানি, আশ্রয় ও শৌচাগারের ভয়াবহ সঙ্কটে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগব্যাধি
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে বিপুল ত্রাণ পেলেও তাদের আশ্রয় মিলছে না এখনো। অনেকে এখনো মাথা গোঁজার স্থানের অভাবে খোলা আকাশের নিচে বাস করছে। এতে রোদ, বৃষ্টিতে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে। রোহিঙ্গাদের জন্য নির্ধারিত নতুন আশ্রয় শিবিরের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। আজ শনিবার থেকে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থাকে সহযোগিতায় মাঠে নামতে পারে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার উখিয়ার পালংখালী সড়কের পাশে কথা হয় মংডুর রাথিডং এলাকা থেকে পালিয়ে আসা হোসনে আরার সাথে। তিনি তার চার সন্তান নিয়ে সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছেন। সেখানে বেশ কয়েকটি ত্রাণের প্যাকেট দেখা গেল। তিনি বলেন, তারা এক সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন। একটি পাহাড়ে পলিথিনের ছাউনি বানিয়ে সাময়িক আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পাহাড় থেকে সবাইকে সরে যেতে বলায় তারা বিপাকে পড়েন। বালুখালী এলাকায় কথা হয় হাফেজ রহিমুল্লাহ সঙ্গে। তিনি জানান, অনেক লোক ও সংস্থা ত্রাণ দিচ্ছে। তবে থাকার জায়গা নেই। ছড়িয়...