ইনিই বিশ্বের সামনে ‘টেররিস্তান’ বলে নজর কেড়েছেন, কে এই মহিলা?

পাকিস্তান এখন ‘টেররিস্তান’, এই ভাষাতেই পাকিস্তানকে একহাত নিয়েছেন ভারতের কূটনীতিক ইনম গম্ভীর। তাঁর এই বার্তায় রীতিমত নড়ে গিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীকে এমন কড়া জবাব দেওয়ার হতভম্ব পাকিস্তান ফের কটাক্ষ করেছে ভারতকে।
কে এই ইনম গম্ভীর?
- Advertisement -![]()
২০০৫ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার ইনম। বর্তমানে তিনি রাষ্ট্রসংঘে পার্মানেন্ট মিশনের ভারতীয় ফার্স্ট সেক্রেটারি। এই ইনমের গলাতেই এদিন কড়া বার্তা শোনা গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।
দিল্লির মেয়ে ইনম দিল্লি ইউনিভার্সিটির হিন্দু কলেজ থেকে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন। জেনেভা ইউনিভার্সিটির ডিগ্রিও রয়েছে তার ঝুলিতে। চাকরি পাওয়ার পর তাঁর প্রথম পোস্টিং ছিল স্পেনের মাদ্রিদে। এর জন্য তাঁকে শিখতে হয়েছিল স্প্যানিশ ভাষা। সেখানে তিনি ছিলেন থার্ড সেক্রেটারি। এরপর সেকেন্ড সেক্রেটারি হিসেবে আর্জেন্টিনায় ভারতীয় দূতাবাসে ছিলেন তিনি। পরে ব্রাজিলে কাজ করার পর ভারতে ফেরেন ইনম।
এরপর বিদেশমন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান ডেস্কে পোস্টিং দেওয়া হয় তাঁকে। রাষ্ট্রসংঘে সিকিউরিটি কাউন্সিল, কাউন্টার-টেররিজম, সাইবার সিকিউরিটির দায়িত্বে রয়েছেন ইনম।
এটাই প্রথমবার নয়। এর আগেও পাকিস্তানকে এভাবেই কড়া ভাষায় জবাব দিয়েছিলেন ইনম। তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জঙ্গি বুরহান ওয়ানিকে ‘শহিদ’ বলায় ইনম বলেছিলেন একসময় তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান আজ জঙ্গিদের ঘাঁটি।
Source Sukalyan Baidya
Comments