ছেলে-মেয়েরা এক সঙ্গে এগিয়ে যাচ্ছে: জাফর ইকবাল সুনামগঞ্জ প্রতিনিধি/ইত্তেফাক/ আরকেজি
শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা পড়ালেখায় এক সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমাদের ৪ কোটি ছেলে-মেয়ে স্কুল-কলেজে পড়ালেখা করছে যা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমরা কখনও সংকটে পড়তে পারি না। সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরোও বলেন, আজকের ছেলে মেয়েরা আগামী দিনের বিজ্ঞানী। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মি, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ বিশ্বপ্রিয় চক্রবর্তী, সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজ মো. মাশহুদ চৌধুরী প্রমুখ। ইত্তেফাক/ আরকেজি