গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী, নিহত ৩/ অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী, নিহত ৩

মন্ত্রীকে লক্ষ্য করে জঙ্গিদের ছোড়া গ্রেনেড হামলায় ৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৩ জন।
অল্পের জন্য প্রাণে বাঁচেন মন্ত্রী। তবে তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে ২৫ কিলোমিটার দূরে পুলওয়ামা জেলার ত্রালে এই গ্রেনেড হামলা চলে।
দিনের ব্যস্ততম সময়ে ত্রালের বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের মূল লক্ষ্য ছিল রাজ্যের মন্ত্রী নঈম আখতারের কনভয়। কনভয়ের শেষ গাড়িটি লক্ষ্য করে গ্রেনেড হামলা হয় বলে সূত্রের খবর। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। চলছে তল্লাশি। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সাধারণ মানুষের পাশাপাশি আহত হয়েছেন দুজন পুলিশকর্মী। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও আছেন। চিকিৎসার জন্য আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য