রোহিঙ্গাদের ৫০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা দেয়া হয়েছে' /অনলাইন ডেস্ক/ইত্তেফাক/ইউবি

`রোহিঙ্গাদের ৫০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা দেয়া হয়েছে'
রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ৫০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। 
সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার বাংলাদেশে আসা রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়দানে গৃহিত পদক্ষেপ তুলে ধরে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিদিন ১৪ হাজার ইউনিট খাবার পানি বিতরণ করছে। এ ছাড়া তাদের জন্য ১০০টি টিউবওয়েল স্থাপন ও ৫০০ অস্থায়ী টয়লেট নির্মাণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রতিদিন ৬৪ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করছে। ৩৬টি মেডিকেল টিম কাজ করছে।   
তিনি বলেন, ৪ লক্ষাধিক রোহিঙ্গার জন্য ১৪ হাজার শেড নির্মাণ করা হচ্ছে। তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হচ্ছে। সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করতে ১৩টি স্থান নির্ধারণ করা হয়েছে ও প্রতিদিন ৮টি স্থান থেকে খাবার বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনী ও পাসপোর্ট অধিদপ্তরের পাশাপাশি ইউএনএইচসিআরও এ কাজে সহযোগিতা করছে।
মায়া চৌধুরী বলেন, চাহিদামত বিদেশি আর্থিক ও পণ্য সহযোগিতা আসছে। ১৪টি স্থানে ত্রাণ সামগ্রী রাখার গুদাম করা হয়েছে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ দফা প্রস্তাব মেনে মিয়ানমারকে অবিলম্বে তার নাগরিকদের ফেরত নিতে হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য