Posts

এবার ফানুস উত্তোলন করবেনা বাংলাদেশের বৌদ্ধরা: ঘোষনা ঢাকায় বৌদ্ধ নেতাদের

Image
মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে  এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস উত্তোলন  না করার ঘোষণা দিয়েছে ঢাকায়  সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বৌদ্ধ নেতারা। একইসঙ্গে এবারের ফানুস উত্তোলন  অর্থ কক্সবাজারে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপ্রচার সংঘের সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথেরো। লিখিত বক্তব্যে সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া বলেন, “বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় এ বছর আপামর মানুষের সঙ্গে একাত্ম হয়ে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ করছে, তারই ধারাবাহিকতায় তারা এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস উত্তোলন থেকে বিরত থাকবে।” বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা, যাতে কঠিন চীবর দানসহ ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান হয়ে থাকে। তিথি অনুযায়ী আগামী ৫ অক্টোবর এবারের প্রবারণা প...

লক্ষ্মীপুরে ৬১ গুড়ি উদ্ধার রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা/ইত্তেফাক/ আরকেজি

Image
রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় রাস্তার দুই পাশ থেকে শতাধিক জীবিত গাছ কাটা হয়েছে। মৃতগাছ কাটার নাম করে জীবিত ওই গাছগুলো কাটা হয়। সড়ক ও জনপদ বিভাগের লোকজন  সোমবার অভিযান চালিয়ে ৬১টি গাছের গুড়ি উদ্ধার করেছে। জানা যায়, রামগঞ্জ সড়ক ও জনপদ অফিসের সেকশন-১ এর এসও মাসুদ রানার যোগসাজসে লক্ষ্মীপুরের ইউসুফ নামের এক স মিল মালিক ওই এলাকার রাস্তার পাশে থেকে শতাধিক গাছ লুট করে নেন। মৃত দেখিয়ে গাছগুলি কাটা হয়। খবর পেয়ে রামগঞ্জ সড়ক ও জনপদ অফিসের এসও কুতুব উদ্দিন বিষয়টি জেলা এসডিও মঞ্জুরুল ইসলামকে জানান। পরে ৬১টি গুড়ি উদ্ধার করা হয়।মঞ্জুরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুব জানান, অভিযোগ পেয়ে তদন্ত করার জন্য বলেছি। অভিযোগ সঠিক হলে যারা গাছ কেটে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। ইত্তেফাক/ আরকেজি

বেনাপোল বন্দরে আধুনিক ক্রেনের যাত্রা শুরু বেনাপোল (যশোর) সংবাদদাতা/ ইত্তেফাক/ইউবি

Image
বেনাপোল বন্দরের আমদানি রফতানি বাণিজ্যে গতিশীলতা বাড়াতে ও পণ্য যানজট কমাতে বেনাপোল স্থলবন্দরে আধুনিক ক্রেনের যাত্রা শুরু হয়েছে।  সোমবার দুপুরে ক্রেনটির যাত্রার  উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দর পরিচালক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) রেজাউল করিম, সহকারী পরিচালক মেহেদী হাসান, সিবিআই নেতা মনির হোসেন মজুমদার, সিস লজিস্টিত লি. ইকুপমেন্ট পরিচালক হাফিজুর রহমান প্রমুখ। ইত্তেফাক/ইউবি

রামগড়ে বিজিবি-বিএসএফের সৌজন্য বৈঠক রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

Image
খাগড়াছড়ির   সীমান্তবর্তী    উপজেলা   রামগড়ে    সোমবার   বিজিবি   ও   বিএসএফের   সেক্টর    কমান্ডার   পর্যায়ে   সৌজন্য   বৈঠক   অনুষ্ঠিত    হয়েছে। বৈঠকে   ছয়   সদস্যের   বিজিবির   পক্ষে   নেতৃত্ব   দেন   গুইমারা   সেক্টরের   নবাগত   সেক্টর    কমান্ডার   কর্নেল   মো .  আব্দুল্লাহ আল   মামুন।   অপরদিকে চার   সদস্যের   বিএসএফের   নেতৃত্বে   ছিলেন   বিএসএফের    ত্রিপুরার   উদয়পুর   সেক্টরের   ডিআইজি    সিপি   সেক্সেনা। বৈঠক   শেষে   মেজর   হুমায়ুন   কবির   জানান ,  এটি   কোন   আনুষ্ঠানিক   বৈঠক   ছিল   না।   স্রেফ   সৌজন্য   বৈঠক।   এতে অনানুষ্ঠানিক   আলাপ   আলোচনা   হয়।   বিশেষ    করে   সীমান্তের   বিভিন্ন   অপরাধ   দমন ,...

মোদীর চিঠি পেয়ে উচ্ছ্বসিত আনুষ্কা /অনলাইন ডেস্ক/ইত্তেফাক/রেজা

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে নতুন সংযোজন আনুষ্কা শর্মা। আনুষ্কা জানিয়েছেন এই প্রকল্পের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে আনুষ্কা জানিয়েছেন, স্বচ্ছ ভারত অভিযানের অংশ হচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর অফিস থেকে এ ব্যাপারে তাকে যে চিঠি দেওয়া হয়েছে, শেয়ার করেছেন সেটিও। ওই চিঠিতে আনুষ্কাসহ সকলকে ‘স্বচ্ছতা হি সেবা’ এই মন্ত্র জীবনে প্রয়োগের জন্য অনুরোধ করা হয়েছে।  View image on Twitter  Follow Anushka Sharma   ✔ @AnushkaSharma I am honoured to be a part of  # SwachhBharat  campaign and will do my best for the noble initiative of  # SwachhataHiSeva  (2/2) 5:42 PM - Sep 17, 2017   230 230 Replies     548 548 Retweets     6,338 6,338 likes Twitter Ads info and privacy চিঠিতে বলা হয়েছে, গরিব, পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের জন্য শ্রেষ্ঠ সেবা হতে পারে একটি পরিচ্ছন্ন ভারত। আনুষ্কা ছাড়া স্বচ্ছ ভারত প্র...