এবার ফানুস উত্তোলন করবেনা বাংলাদেশের বৌদ্ধরা: ঘোষনা ঢাকায় বৌদ্ধ নেতাদের
মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস উত্তোলন না করার ঘোষণা দিয়েছে ঢাকায় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বৌদ্ধ নেতারা। একইসঙ্গে এবারের ফানুস উত্তোলন অর্থ কক্সবাজারে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপ্রচার সংঘের সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথেরো। লিখিত বক্তব্যে সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া বলেন, “বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় এ বছর আপামর মানুষের সঙ্গে একাত্ম হয়ে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ করছে, তারই ধারাবাহিকতায় তারা এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস উত্তোলন থেকে বিরত থাকবে।” বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা, যাতে কঠিন চীবর দানসহ ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান হয়ে থাকে। তিথি অনুযায়ী আগামী ৫ অক্টোবর এবারের প্রবারণা প...