রামগড়ে বিজিবি-বিএসএফের সৌজন্য বৈঠক রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

রামগড়ে  বিজিবি-বিএসএফের সৌজন্য বৈঠক
খাগড়াছড়ির সীমান্তবর্তী  উপজেলা রামগড়ে  সোমবার বিজিবি  বিএসএফের সেক্টর  কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত  হয়েছে।
বৈঠকে ছয় সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন গুইমারা সেক্টরের নবাগত সেক্টর  কমান্ডার কর্নেল মোআব্দুল্লাহআল মামুন। অপরদিকে চার সদস্যের বিএসএফের নেতৃত্বে ছিলেন বিএসএফের  ত্রিপুরার উদয়পুর সেক্টরের ডিআইজি  সিপি সেক্সেনা।

বৈঠক শেষে মেজর হুমায়ুন কবির জানানএটি কোন আনুষ্ঠানিক বৈঠক ছিল না। স্রেফ সৌজন্য বৈঠক। এতেঅনানুষ্ঠানিক আলাপ আলোচনা হয়। বিশেষ  করে সীমান্তের বিভিন্ন অপরাধ দমনচোরাচালান প্রতিরোধ  ইত্যাদি কার্যক্রমে  পারস্পরিক সহযোগিতা দানের ব্যাপারে কথা হয়।

ইত্তেফাক/ আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য