লক্ষ্মীপুরে ৬১ গুড়ি উদ্ধার রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা/ইত্তেফাক/ আরকেজি
রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় রাস্তার দুই পাশ থেকে শতাধিক জীবিত গাছ কাটা হয়েছে। মৃতগাছ কাটার নাম করে জীবিত ওই গাছগুলো কাটা হয়। সড়ক ও জনপদ বিভাগের লোকজন সোমবার অভিযান চালিয়ে ৬১টি গাছের গুড়ি উদ্ধার করেছে।
জানা যায়, রামগঞ্জ সড়ক ও জনপদ অফিসের সেকশন-১ এর এসও মাসুদ রানার যোগসাজসে লক্ষ্মীপুরের ইউসুফ নামের এক স মিল মালিক ওই এলাকার রাস্তার পাশে থেকে শতাধিক গাছ লুট করে নেন। মৃত দেখিয়ে গাছগুলি কাটা হয়।
খবর পেয়ে রামগঞ্জ সড়ক ও জনপদ অফিসের এসও কুতুব উদ্দিন বিষয়টি জেলা এসডিও মঞ্জুরুল ইসলামকে জানান। পরে ৬১টি গুড়ি উদ্ধার করা হয়।মঞ্জুরুল আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুব জানান, অভিযোগ পেয়ে তদন্ত করার জন্য বলেছি। অভিযোগ সঠিক হলে যারা গাছ কেটে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ইত্তেফাক/ আরকেজি
Comments