Posts

সু চিকে জেরেমি করবিন আপনার মানবাধিকারের অঙ্গীকার দেখান রোহিঙ্গাদের

Image
ব্রিটেনে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন মিয়ানমারের নেত্রী অং সান সু চির উদ্দেশে এই আহ্বান জানিয়েছেন, তিনি যেন রোহিঙ্গাদের প্রতি আচরণে মানবাধিকারের প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন দেখান। বিবিসির উর্দু বিভাগের আদিল শাজেবকে দেওয়া সাক্ষাৎকারে  করবিন বলেছেন ‘আমরা ম্যাডাম অং সান সু চির প্রতি শ্রদ্ধাশীল। তাঁর উদ্দেশে আমার বার্তা হলো—আমরা আপনাকে পছন্দ করি, বহু বছর আপনি যখন গৃহবন্দি ছিলেন, আমরা আপনাকে সমর্থন দিয়েছি। আমরা আপনার সমর্থনে মিছিল করেছি, মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকারকে আমরা স্বীকৃতি দিয়েছি। ’ সু চিকে উদ্দেশ করে দেওয়া ভিডিও বার্তায় করবিন বলেন, ‘বর্তমানে রোহিঙ্গা জনগণের প্রতিও সেই মানবাধিকারের প্রতিশ্রুতি তুলে ধরুন। তারা যাতে মিয়ানমারের ভেতর পূর্ণ নাগরিকত্ব পায় সেটা নিশ্চিত করুন। তাদের নিজের দেশ থেকে তাদের জায়গাজমি আর ঘরছাড়া যাতে না করা হয় সেটা নিশ্চিত করুন। ’ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নারী, পুরুষ ও শিশু দেশ ছেড়ে পালিয়েছে। রাখাইন থেকে ফিরে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন—তিনি দেখ...

চীনকে রুখতে মরিয়া মোদির সাহায্য সু চিকে

Image
ড্রাগনের ‘নেকনজর’ থেকে মিয়ানমারকে মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা শুরু করেছে নয়াদিল্লি। দেশটি সফরে গিয়ে মঙ্গলবার প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন পর্বের সূচনা করেন। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানো নিয়ে কথা বলেছেন তাঁরা। স্বাক্ষর করেছেন সমুদ্রপথে নিরাপত্তা বাড়ানোসহ মোট ১১টি চুক্তিপত্রে। মিয়ানমারের নাগরিকদের ভারতে যাওয়ার জন্য ভিসা ফি তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন মোদি। একটি আবেগঘন মুহূর্তে সু চির হাতে মোদি তুলে দেন ৩১ বছর আগে শিমলার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ’-এ তাঁর জমা দেওয়া গবেষণাপত্রের বিশেষ প্রতিলিপি। মোদির কথায়, “মিয়ানমারের উন্নয়নে আমরাও অবদান রাখতে চাই। ভারত সরকারের ‘সব কা সাথ, সব কা বিকাশ’ উদ্যোগে শামিল করতে চাই তাদের। ” কূটনৈতিক শিবিরের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের আগ্রাসী ভূমিকার পাল্টা হিসেবে মিয়ানমারকে যতটা সম্ভব কাছে পেতে চাইছে ভারত। কৌশলগত অবস্থানের প্রশ্নে দেশটির গুরুত্ব নয়াদিল্লির কাছে ক্রমেই বাড়ছে। আশিয়ানভুক্ত দেশগুল...

রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণে বাংলাদেশের অসুবিধার কথা যুক্তরাষ্ট্রের স্বীকার

Image
মিয়ানমার থেকে স্রোতের মতো আগত রোহিঙ্গা মুসলিমদের গ্রহণ করতে গিয়ে বাংলাদেশ একটা জটিল পরিস্থিতিতে পড়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, বিপুল সংখ্যক শরণার্থীর আশ্রয়দান যেকোন দেশের জন্যই কঠিন ব্যাপার। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, ‘আমি জানি অন্য যেকোন দেশের মতই শরণার্থীদের গ্রহণে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে। ’ নোয়ার্টকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়, রাখাইনে জনগণের ওপর কি ঘটছে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সচেতন রয়েছে। তিনি বলেন, ‘সেখানে যা ঘটছে তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ’ মানবাধিকার লংঘনের জন্য মিয়ানমারের ওপর কোন নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি এ ব্যাপারে কূটনৈতিক সংলাপ চালিয়েছে। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা পুনরায় বার্মার নিরাপত্তা বাহিনীর ওপর মারাত্মক হামলার নিন্দা জানাই। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ওই বাহিনীর প্রতি আরো সহিংসতা প্রতিরোধের এবং স্থানীয় লোকদের সুরক্ষা দেয়ার আহ্বান জ...

মেয়েকে দেখতে কানাডা গেলেন প্রধান বিচারপতি কালের কণ্ঠ অনলাইন

Image
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ মেয়েকে দেখতে কানাডা গেলেন। আজ শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা হন প্রধান বিচারপতি। সেখান থেকে তিনি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে যাবেন জাপানে বলে জানা গেছে। জাপানে সম্মেলন শেষে ২২ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

মগের মুলুকের সেকাল-একাল কালের কণ্ঠ অনলাইন

Image
মগের মুলুক’ বাংলাদেশে একটি সুপরিচিত বাগধারা। বাংলা একাডেমি এর অর্থ লিখেছে—১. ব্রহ্মদেশ বা আরাকান রাজ্য। ২. অরাজক রাষ্ট্র, যে রাজ্যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত নয়, যেখানে যথেচ্ছাচার হয়। বার্মিজরা ঐতিহাসিকভাবেই বর্বর, নিষ্ঠুর। মানুষের গলায় দড়ি বাঁধা, হত্যা, ধর্ষণ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া রাখাইনদের পুরনো অভ্যাস। ‘ইস্ট ইন্ডিয়া ক্রোনিকলস’-এর বর্ণনায় জানা যায়, ১৭১৮ সালে বার্মার রাখাইন রাজা দক্ষিণবঙ্গ তছনছ করে অন্তত এক হাজার ৮০০ জন সাধারণ অধিবাসীকে ধরে নিয়ে যান। বন্দিদের রাজার সামনে হাজির করা হলে রাখাইন রাজা সেখান থেকে বেছে বেছে এক দলকে তাঁর নিজের দাস বানান, আর অবশিষ্টদের গলায় দড়ি বেঁধে ক্রীতদাস হিসেবে বাজারে বিক্রি করে দেন। মগের মুলুক বলতে জোর যার মুলুক তার। এ বাগধারা মিয়ানমারের মগদের বর্বরতা ও দস্যুপনা থেকেই এসেছে। সপ্তদশ শতাব্দীর প্রথমাংশে তখনকার বাংলা বা বঙ্গদেশ খুব সমৃদ্ধ ছিল। ওই সময় দক্ষিণ-পূর্ব দিক থেকে ‘মগ’ জাতির দস্যুরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুব লুটপাট ও ডাকাতি করত। বর্তমানে যারা রোহিঙ্গাদের ওপর বর্বর আক্রমণ করছে, তাদের বলা হচ্ছে রাখাইন উপজাতি। এ রাখাইন উপজাতির আগের নাম মগ। সেই মগ...

রোহিঙ্গা নির্যাতনের ইতিহাস কালের কণ্ঠ অনলাইন

Image
রোহিঙ্গারা সর্বপ্রথম জুলুমের শিকার হয় ১৭৮৪ খ্রিস্টাব্দে। বার্মার খ্রিস্টান রাজা সে সময় আরাকান দখল করে নেন। এরপর রোহিঙ্গারা বড় ধরনের নির্যাতনের শিকার হয় ১৯৪২ সালে, যখন জাপান বার্মা দখল করে নেয়। এসব নির্যাতনের সব মাত্রা ছাড়িয়ে রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক নিপীড়ন-নির্যাতন শুরু হয় ১৯৬২ সালে, সামরিক জান্তার ক্ষমতা দখলের পর থেকে। নিপীড়ন চরম আকার ধারণ করে ১৯৮২ সালে মিয়ানমারের নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের ফলে। এ আইন কার্যকর হওয়ার পর বাতিল হয়ে যায় রোহিঙ্গাদের নাগরিকত্ব। তখন থেকে মানুষ হিসেবে রোহিঙ্গাদের মানবাধিকারও অচল হয়ে পড়ে। ১৯৪২ সালে জাপান বার্মা দখল করার পর স্থানীয় মগরা জাপানি সৈন্যদের সহায়তা নিয়ে রোহিঙ্গা মুসলমানদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসে এটি ১৯৪২ সালের গণহত্যা নামে খ্যাত। তখন লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয় স্বাধীনতা-উত্তর ১৯৪৭ সালের শাসনতান্ত্রিক নির্বাচনে ইংরেজদের দেওয়া ‘সন্দেহভাজন নাগরিক’ অভিধার কারণে মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। উ ন নামক শাসক আরাকান থেকে মুসলমানদের বিতাড়নের উদ্দেশ্যে ১৯৪৮ সালে মগ সেনাদের নিয়ে Burma Territorial Force গঠন করে নি...

মেক্সিকোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩২

Image
মেক্সিকোর দক্ষিণ উপকূলে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরে এক মিটার উচ্চতার সুনামির খবর জানিয়েছে রয়টার্স। রিখটার স্কেলে ৮ দশমিক ১ মাত্রার ওই  ভূমিকম্পে মেক্সিকো সিটির সব ভবন কেঁপে ওঠে; বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মেক্সিকোর পিজিজিআন শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মেক্সিকোর দক্ষিণ অংশ ও গুয়েতেমালায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওয়াক্সাকা এবং চিয়াপাসে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। রয়টার্স জানায়, ওয়াক্সাকায় ২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন রাজ্য গভর্নর। এদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে জুখিতান শহরে। অন্যদিকে, মেক্সিকোর চিয়াপাসে সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছেন জরুরি সেবা বিভাগের মুখপাত্র। এর আগে তাবাসকো রাজ্যে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন রাজ্যটির গভর্নর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াক্সাকা রাজ্যে বাড়িঘর ভেঙে পড়তে দেখা যায়। জুখিতান শহরেও ভেঙে পড়ে...