Posts

ত্রিশালে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

Image
ময়মনসিংহের ত্রিশালে মঙ্গলবার রাতে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত হয়েছে। নিহতের নাম পপি(২১)। ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী নদীর পাড় এলাকার বাবুল মিয়ার ছেলে জনি মিয়া তার স্বামী। ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত ১১টার দিকে স্ত্রীর সাথে ঝগড়া বাঁধে স্বামী জনির। এক পর্যায়ে রেগে গিয়ে জনি তার স্ত্রী পপির মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পপির মৃত্যু হয়। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইত্তেফাক/নূহু

বান্দরবানে সন্ধ্যা বেলায় জ্বলে উঠেছে হাজার প্রদীপ প্রজ্জলন উৎসব

Image
[ নুসিং থোয়াই মার্মা, রুমা প্রতিনিধি, বান্দরবান]  পবিত্র মধুপুর্ণিমায় বান্দরবান উজানী পাড়া মহাবৌদ্ধ বিহারে বেলা ৩.০০ টার সময় বিহার অধ্যক্ষ উ: চাইন্দাওয়ারা মহাথেরো আগত সকল উপাসক- উপাসিকা, বৌদ্ধ নর-নারীদের উদ্দেশ্যে ধর্মদেশনা করেন। এবং পরে অষ্টপরিস্কার তারপৈ, কল্পতরু ও অন্যান্য দানকৃত দ্রব্য নিয়ে জলদ্বারা উৎসর্গীত করা হয়।  পরে সন্ধ্যা দিকে বান্দরবানে হাজার প্রদ্বীপ প্রজ্জলন করে আজকের মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মীয় উৎসব পরিসমাপ্তি করা হয়।

আবার তত্ত্বাবধায়ক সরকার

Image
হঠাৎ করেই রাজনীতির ময়দানে আবার তত্ত্বাবধায়ক সরকারের হাওয়া বইতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি প্রধান রাজনৈতিক দলের কয়েকজন সিনিয়র নেতা এ নিয়ে কৌতূহলী বক্তব্য দেয়ায় অনেকে ভাবতে শুরু করেছেন তাহলে কী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে পর্দার আড়ালে কিছু একটা ঘটতে যাচ্ছে (?), বিশেষ করে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে এ আলোচনার পালে নতুন করে বাতাস লেগেছে। যা নিয়ে দুশ্চিন্তার ছাপ পড়েছে শাসক দল আওয়ামী লীগে।  ষড়যন্ত্রের তথ্য-তালাশও চলছে। তবে শাসক দল দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি আর ফিরে আসবে না। ইতিমধ্যে আইনি কাঠামোতে এর কবর রচিত হয়েছে। অবশ্য মাঠের বিরোধী দল বিএনপি হিসাব কষতে চায় ভিন্নভাবে। কিছুদিন আগেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সরব ছিল। কিন্তু এখন ভেতরে ভেতরে ভিন্ন সুর পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনকালীন সহায়ক সরকারের ফর্মুলা থেকে ইউটার্ন নিতে নীতিনির্ধারকদের কেউ কেউ রিভিউ করার চিন্তা করছেন। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না...

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Image
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ধর্ষণ মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছি। এজন্য যা দরকার তারা যেন তা করেন। ’ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। ২৫ আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী  রূপাকে গণধর্ষণের পর হত্যা মামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘অভিযোগপত্র যখনই আসবে তখনই যেন বিচার শুরু হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেদিনই তদন্ত প্রতিবেদন আদালতে জমা হবে, সেদিনই বিচার শুরু হবে। এ হত্যার বিচার দ্রুত করার নির্দেশ দিয়েছি। এসব মামলার বিচার ডিউ টু প্রসেস অনুযায়ী চলবে। ’ আইনমন্ত্রী বলেন, ‘শান্তি ও স্বস্তির সঙ্গে ঈদ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ’ সীমান্তে রোহিঙ্গারা কষ্টে দিনাতিপাত করছে— সাংবাদিকদের এমন মন্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ঘটনা দুঃখজনক। অমানবিক। বিষয়টির প্রতি বিশ্ববাসীর নজর দেওয়া উচিত। জাতিসংঘের এগিয়ে আসা উচিত। এর একটি সুরাহা প্রয়োজন। অতি দ্রুত সুরাহা করা হোক। জাতি...

একটি সিমকার্ডেই ধরা জোড়া খুনের খুনি

Image
রাজধানীতে ঘটে যাওয়া একটি জোড়া খুন নিয়ে তোলপাড় সারা দেশে। পুলিশ ও গোয়েন্দাদের ঘুম হারাম। ক্লুলেস এই জোড়া খুনের খুনিদের শনাক্ত করতে পারছে না পুলিশ। তদন্তে একযোগে কাজ করছে পুলিশ ও গোয়েন্দারা। এরই মধ্যে পেরিয়ে গেছে তিন দিন। কিন্তু খুনি আটক হয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ঝানু সব গোয়েন্দা খুনি শনাক্তে নানা কৌশলে এগোচ্ছেন। খোয়া যাওয়া নিহত ব্যক্তির মোবাইল ফোনটিও বন্। খুনিরাও তেমন কিছু ফেলে যায়নি ঘটনাস্থলে। ঘটনার তিন দিনের মাথায় হঠাৎ সেই মোবাইল নম্বর খোলা পান গোয়েন্দারা। সেই ফোনে কল করে কৌশলে গোয়েন্দারা কথা বলেন। ট্রাকিং করে পুলিশ জানতে পারে ফোনটি মিরপুরে ব্যবহার করা হচ্ছে। কথা বলতে বলতেই গোয়েন্দারা পৌঁছে যায় মিরপুর এলাকায়। কিছু সময় পর একদম সেই মোবাইল ফোনের সামনে। একটি ফোন ফ্যাক্সের দোকানদার সেই নম্বর দিয়ে কথা বলছেন যাদের সঙ্গে, সেই গোয়েন্দারাই এখন তার সামনে হাজির। পুলিশ পাকড়াও করে দোকানদারকে। যিনি সিম কার্ড বিক্রি করেছেন, তাকে চিনিয়ে দেন সেই দোকানদার। পুলিশ মিরপুরের একটি মেসে গিয়ে খুনির সন্ান পান। কিন্তু একি! খুনি তো পরিচিত! যারা খুন হয়েছেন, তাদেরই আপন ভাগ্নে এই খুনি। মামার লাশ ধরে এই ...

বাঁচাও রোহিঙ্গা, জাগো আনিস, রুখো ধর্ষক

Image
এবার ঈদুল আজহার আনন্দ কতটা স্পর্শ করেছে দেশের মানুষকে বলতে পারি না। তবে ঈদের এই আনন্দ আমাকে স্পর্শ করেনি। ঈদের আগেই টাঙ্গাইলের বাসে রূপা নামের তরুণীটিকে বাসচালক ও হেলপাররা যেভাবে ধর্ষণ ও ঘাড় মটকে হত্যা করেছে তা সাম্প্রতিককালের একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের চরম, মর্মান্তিক ও বর্বরোচিত চিত্রকে উন্মোচন করেছে। একের পর এক ধর্ষণ প্রতিরোধ করতে না পারার ব্যর্থতা শুধু প্রশাসনের নয়, সমাজেরও।   সর্বগ্রাসী সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে যেখানে আজ পিতার হাতে কন্যা, চাচার হাতে ভাতিজি, শিক্ষকের হাতে ছাত্রী, মাদ্রাসা শিক্ষক ও ইমামের হাতে কিশোরী ধর্ষিত হচ্ছে—তখন লজ্জা, ঘৃণা, ক্ষোভে দ্রোহের আগুন জ্বলে। এদিকে, বিশ্ব রাজনীতির অশান্ত, অস্থির সময়ে পৃথিবীজুড়ে এক ধরনের যুদ্ধ-যুদ্ধ খেলা চলছে। মিয়ানমারে সন্ত্রাসবাদের অভিযোগে স্বাধীন আরাকান রাজ্যের স্বপ্নবান মানুষকে যে হারে হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, বসতবাড়ি থেকে নির্দয় উচ্ছেদ অভিযান চলছে তা বিশ্ব বিবেককে ব্যথিত, ক্ষুব্ধ করলেও অতীতের মতো বিশ্ব মোড়লরা কিংবা জাতিসংঘ এই রক্তপাত রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী বার্মার গণতান্ত্রিক আন...