বান্দরবানে সন্ধ্যা বেলায় জ্বলে উঠেছে হাজার প্রদীপ প্রজ্জলন উৎসব
[ নুসিং থোয়াই মার্মা, রুমা প্রতিনিধি, বান্দরবান] পবিত্র মধুপুর্ণিমায় বান্দরবান উজানী পাড়া মহাবৌদ্ধ বিহারে বেলা ৩.০০ টার সময় বিহার অধ্যক্ষ উ: চাইন্দাওয়ারা মহাথেরো আগত সকল উপাসক- উপাসিকা, বৌদ্ধ নর-নারীদের উদ্দেশ্যে ধর্মদেশনা করেন। এবং পরে অষ্টপরিস্কার তারপৈ, কল্পতরু ও অন্যান্য দানকৃত দ্রব্য নিয়ে জলদ্বারা উৎসর্গীত করা হয়।
পরে সন্ধ্যা দিকে বান্দরবানে হাজার প্রদ্বীপ প্রজ্জলন করে আজকের মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মীয় উৎসব পরিসমাপ্তি করা হয়।
Comments