ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘ধর্ষণ মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছি।
এজন্য যা দরকার তারা যেন তা করেন। ’ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। ২৫ আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী রূপাকে গণধর্ষণের পর হত্যা মামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘অভিযোগপত্র যখনই আসবে তখনই যেন বিচার শুরু হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেদিনই তদন্ত প্রতিবেদন আদালতে জমা হবে, সেদিনই বিচার শুরু হবে। এ হত্যার বিচার দ্রুত করার নির্দেশ দিয়েছি। এসব মামলার বিচার ডিউ টু প্রসেস অনুযায়ী চলবে। ’ আইনমন্ত্রী বলেন, ‘শান্তি ও স্বস্তির সঙ্গে ঈদ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ’ সীমান্তে রোহিঙ্গারা কষ্টে দিনাতিপাত করছে— সাংবাদিকদের এমন মন্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ঘটনা দুঃখজনক। অমানবিক। বিষয়টির প্রতি বিশ্ববাসীর নজর দেওয়া উচিত। জাতিসংঘের এগিয়ে আসা উচিত। এর একটি সুরাহা প্রয়োজন। অতি দ্রুত সুরাহা করা হোক। জাতিসংঘের ব্যবস্থা নেওয়া উচিত। ’
Comments