Posts

মিয়ানমার সরকারের মতে রহিঙ্গা কারা ? কেন তাদের উপর চলছে নির্যাতন ? আসুন জেনে নেই…

Image
মিয়ানমার সরকারের মতে, রোহিঙ্গারা হল বাংলাদেশী, যারা বর্তমানে অবৈধভাবে মিয়ানমারে বসবাস করছে। যদিও ইতিহাস ভিন্ন কথা বলে। ইতিহাস বলে, রোহিঙ্গারা মায়ামারে কয়েক শতাব্দী ধরে বসবাস করে আসছে। সপ্তম-অষ্টম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব হয়। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যীয় মুসলমান ও স্থানীয় আরাকানিদের সংমিশ্রণে রোহিঙ্গা জাতির উদ্ভব। পরবর্তীতে চাঁটগাইয়া, রাখাইন, আরাকানি, বার্মিজ, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষদের মিশ্রণে উদ্ভূত এই সংকর জাতি এয়োদশ-চর্তুদশ শতাব্দীতে পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। ১৪৩০ থেকে ১৭৮৪ সাল পর্যন্ত ২২ হাজার বর্গমাইল আয়তনের রোহাঙ্গা স্বাধীন রাজ্য ছিল। মিয়ানমারের রাজা বোদাওফায়া এ রাজ্য দখল করার পর চরম বৌদ্ধ আধিপত্য শুরু হয় । এক সময়ে ব্রিটিশদের দখলে আসে এ ভূখন্ড। মিয়ানমারের ১৩৯টি জাতিগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে। কিন্তু তার মধ্যে রোহিঙ্গাদের নাম ইচ্ছে করেই বাদ দেন ব্রিটিশ শাসকরা । যদিও বলেন এটা বড় ধরনের ভুল ছিল তাদের। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি মিয়ানমার স্বাধীনতা অর্জন করে এবং বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়। সে সময়ে পার্লামেন্...

রোহিঙ্গা যারা আসছে বেশীই নারী, কিন্তু পুরুষরা কোথায় ??জানলে সত্যিই তাদের স্যালুট জানাবেন !!

Image
একটা ব্যপার খেয়াল করুন রোহিঙ্গা যারা আসছে বেশীই নারী, কিন্তু পুরুষরা কোথায় ??জানলে সত্যিই তাদের স্যালুট জানাবেন !! গত ২৫ আগস্ট বৃহস্পতিবার মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দমনের নামে সরকারের পৃষ্ঠপোষকতায় সে দেশের সেনাবাহিনী ও রাখাইন যুবকদের যৌথ হত্যাযজ্ঞে পাঁচ শতাধিকরেও বেশি নিরীহ রোহিঙ্গা মুসলিম শিশুসহ নারী পুরুষকে হত্যা করা হয়েছে। অগ্নিসংযোগ করে পুড়িয়ে তছনছ করে দেয়া হয়েছে বসত ঘর ও ধন সম্পত্তি। এখনো অব্যাহত রয়েছে এমন হত্যাযজ্ঞ।এই হত্যাযজ্ঞের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা অন্তত ৮ হাজার রোহিঙ্গা নারী-শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরো কয়েক হাজার মানুষ সীমান্তে প্রবেশের জন্য অপেক্ষা করছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে, অন্তত ৪০ হাজার রোহিঙ্গাকে বাড়িছাড়া করা হয়েছে। তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এবার আগের বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে পুরুষদের সংখ্যা নেই বললেই চলে। যারা আছেন তারা সবাই কিশোর কিম্বা বুড়ো। এর কারণ অনুসন্ধানে জানা গেছে, আরাকান রোহিঙ্গা সালভেশন...

রোহিঙ্গা বিদ্রোহীদের ওপর মিয়ানমার সেনা বাহিনীর অভিযানে এক সপ্তাহে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের এক নতুন হিসাবে জানা যায়। ধারণা করা হচ্ছে গত কয়েক দশকে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর এটি সবচেয়ে বড় অভিযান

Image
জাতিসংঘের সূত্র জানায়, দেশটিতে সেনা-বিদ্রোহীদের মধ্যে সংঘাতের কারণে এক সপ্তাহে প্রায় ৩৮ হাজার রোহিঙ্গা শরণার্থী প্রতিবেশি বাংলাদেশে প্রবেশ করেছে। মিয়ানমারের পুলিশ পোস্ট ও সেনাবাহিনীর ওপর বিদ্রোহীদের হামলার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পরে। জাতিসংঘের কর্মকর্তারা জানান, "গত ৩১ আগস্ট পযর্ন্ত ৩৮ হাজার রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।" মিয়ানমার সেনাবাহিনীর ভাষ্য, তারা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান ও বেসামরিক ব্যক্তিদের রক্ষা করার নিদের্শ পেয়েছে। কিন্তু, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অভিযোগ, হত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। Stay updated on the go with The Daily Star News  App . Click  here  to download it for your device.

অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে ভারতের সামরিক ভাণ্ডার সাজিয়ে তুলবে মোদী সরকার

Image
নয়াদিল্লি:  আগামী একদশকে দেশের সামরিক ভাণ্ডারকে আরও ঢেলে সাজানোর জন্য প্রায় প্রায় ১৫ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে ভারত৷ ভারতীয় সেনার অস্ত্রাগারে আসতে চলেছে প্রায় ৫০০ টি হেলিকপ্টার, ১২ টি সাবমেরিন, কমবেশি ১০০টি এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান, ১২০ টি দু' ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ও বেশকিছু বিমান বহনকারী জাহাজ৷ এমনই তথ্য জানা গিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে৷ পড়ুন আরও- ভারতীয় এই ভৃত্যের সঙ্গে সেক্স পজিশন শেয়ার করতেন রানি ভিক্টোরিয়া জানা গিয়েছে ইতিমধ্যেই এই সমস্ত সরঞ্জম ক্রয় করতে মোটামুটি কত খরচ পরতে পারে সেই সংক্রান্ত তথ্য তার মন্ত্রকের কাছে চেয়ে পাঠিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। মনে করা হয়েছে প্রতি বছর এই প্রজেক্টের খরচ আট শতাংশ বাড়তে পারে৷ পড়ুন আরও- সেনার হামলায় প্রাণ নিয়ে মায়ানমার থেকে পালাচ্ছেন হিন্দুরা প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, তাদের হিসেব অনুযায়ী পাঁচ থেকে নয় শতাংশ বাজেট প্রতিবছর বাড়তে পারে৷ যা গড়ে আট শতাংশ করে ধরা হয়েছে৷ যুদ্ধকালীন তত্‍পরতায় এই সামরিক শক্তি ভারতীয় সামরিক বাহিনীতে যুক্ত হলে এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে য...

টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান অটুট বিরাট-জাদেজার

Image
টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রাখলেন ভারতের দুই ব্যাটসম্যান বিরাট কোহালি ও চেতেশ্বর পূজারা।  কিন্তু দুই সিনিয়রের সাফল্যের মধ্যে একধাপ নেমে গেলেন ওপেনার লোকেশ রাহুল। ব্যাটিং তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দুই ও তিনে ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ভারতের দুই তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৮৭৬ পয়েন্ট নিয়ে থেকে গেলেন চার নম্বরে। পাঁচে বিরাটের পয়েন্ট ৮০৬। লোকেশ রাহুল ন’ম্বর থেকে নেমে গেলেন দশে। ভারতের অজিঙ্ক রাহানে রয়েছেন ১১ নম্বরে।   ভারতীয় টেস্ট বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। তিন নম্বর স্থান দখলে রাখলেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই ভারতীয়ের মাঝখানে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের জেমস অ্যান্ডরসন। চারে রঙ্গনা হেরাথ ও পাঁচে জোস হ্যাজেলউড। অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পর পর রয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের মইন আলি ও বেন স্টোকস রয়েছেন চার ও পাঁচ নম্বরে।   টিম র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখল ভারত। ...

জার্মানিতে ১৪০০ টন বোমা উদ্ধার, ৭০ হাজার বাসিন্দা অপসারণ

Image
জার্মানির-ফ্রাঙ্কফুর্টে আবারও বিশাল আকৃতির একটি বোমার খোঁজ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এই বোমাটির ওজন ১৪০০ টন বা প্রায় ১৩ লাখ কিলোগ্রাম। সে সময় বোমাটি ফেলেছিল ব্রিটিশ বিমান বাহিনী। কিন্তু তা বিস্ফোরিত হয়নি। বোমাটির নাম ‘ব্লকবাস্টার’। জার্মান পুলিশ ও সংবাদমাধ্যম জানায়, আগামী রোববার উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বোমাটি নিষ্ক্রিয় করা হবে। সে জন্য আগাম প্রস্তুতিও শুরু করা হয়েছে। ঝুঁকি এড়াতে সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করে দিয়েছে প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পেরিয়ে গিয়েছে দীর্ঘ ৭২ বছর। কিন্তু এখনও জার্মানির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুদ্ধের নানা চিহ্ন। এ রকম বড়সড় বোমা উদ্ধারের ঘটনা জার্মানিতে এর আগেও হয়েছে। তবে জার্মান সংবাদমাধ্যমের দাবি, এক সঙ্গে এত বেশি মানুষকে স্থানান্তরিত করার ঘটনা অতীতে ঘটেনি। গত ডিসেম্বরে অক্সবুর্গে এমনই একটি বোমা নিষ্ক্রিয় করার জন্য প্রায় ৫৪ হাজার বাসিন্দাকে স্থানান্তরিত করা হয়।  হ্যানোভারেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা নিষ্ক্রিয় করতে প্রায় ৫...

হ্যাটট্রিক করেই পেলেকে ছাড়ালেন রোনালদো

Image
এটা হবে জানাই ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মই তো রেকর্ড গড়ার জন্য! কাল অবশ্য কোনো রেকর্ড গড়েননি, তবে যে কীর্তি গড়েছেন সেটা ঈর্ষা জাগাতে যথেষ্ট। আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এমন দিনকে রাঙানোর বাকি আয়োজনটা সেরেছেন হ্যাটট্রিক আর দলের জয় নিশ্চিত করে। কাল বিশ্বকাপ বাছাইপর্বে ফারো আইল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে রোনালদোর পর্তুগাল।  দুর্বল ফারো আইল্যান্ডের গোলমুখ খুলতে মাত্র ৩ মিনিট লেগেছে রোনালদোর। বের্নান্ডো সিলভার ক্রস থেকে দুর্দান্ত এক সাইড ভলিতে দলকে এগিয়ে দেন রোনালদো। ২৯ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল, এই গোলেই পেলেকে (৭৭ গোল) ছুঁয়ে ফেলেছেন রোনালদো। আর তিনবারের বিশ্বকাপ জয়ীকে ছাড়িয়ে যাওয়া গোলটি (৭৮ গোল) করেছেন ৬৫ মিনিটে। বাঁ পায়ের জোরালো সে শট ঠেকানোর কোনো সুযোগ পাননি ফারো গোলরক্ষক। জাতীয় দলের হয়ে এটি রোনালদোর পঞ্চম হ্যাটট্রিক। পর্তুগালের বাকি দুই গোলও এসেছে রিয়াল ফরোয়ার্ডের ছোঁয়ায়। এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে পর্তুগাল। পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড। তবে কাল ম্যাচ শেষে এসব ...