অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে ভারতের সামরিক ভাণ্ডার সাজিয়ে তুলবে মোদী সরকার
নয়াদিল্লি: আগামী একদশকে দেশের সামরিক ভাণ্ডারকে আরও ঢেলে সাজানোর জন্য প্রায় প্রায় ১৫ লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে ভারত৷ ভারতীয় সেনার অস্ত্রাগারে আসতে চলেছে প্রায় ৫০০ টি হেলিকপ্টার, ১২ টি সাবমেরিন, কমবেশি ১০০টি এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান, ১২০ টি দু' ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ও বেশকিছু বিমান বহনকারী জাহাজ৷ এমনই তথ্য জানা গিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে৷
পড়ুন আরও- ভারতীয় এই ভৃত্যের সঙ্গে সেক্স পজিশন শেয়ার করতেন রানি ভিক্টোরিয়া
জানা গিয়েছে ইতিমধ্যেই এই সমস্ত সরঞ্জম ক্রয় করতে মোটামুটি কত খরচ পরতে পারে সেই সংক্রান্ত তথ্য তার মন্ত্রকের কাছে চেয়ে পাঠিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। মনে করা হয়েছে প্রতি বছর এই প্রজেক্টের খরচ আট শতাংশ বাড়তে পারে৷
পড়ুন আরও- সেনার হামলায় প্রাণ নিয়ে মায়ানমার থেকে পালাচ্ছেন হিন্দুরা
প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, তাদের হিসেব অনুযায়ী পাঁচ থেকে নয় শতাংশ বাজেট প্রতিবছর বাড়তে পারে৷ যা গড়ে আট শতাংশ করে ধরা হয়েছে৷ যুদ্ধকালীন তত্পরতায় এই সামরিক শক্তি ভারতীয় সামরিক বাহিনীতে যুক্ত হলে এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যাবে ভারতের শক্তি।
Comments