Posts

জাপানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, যুক্তরাষ্ট্রে হামলার প্রথম পদক্ষেপ

Image
পরমাণু ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন জাপানের আকাশ সীমার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে গিয়ে সাগরে পড়েছে ওই ক্ষেপণাস্ত্র। এমনকি জাপানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করারও কোনো চেষ্টা চালানো হয়নি। উত্তর কোরিয়া বলছে, জাপানের ওপর দিয়ে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলা প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের সামরিক ঘাঁটিতে পরণামু হামলা চালানোর প্রথম ধাপ। এই ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে জবাবও দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে উত্তর কোরিয়ার স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা কমাতে উত্তর কোরিয়ার দ্রুত, বাস্তব পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। দেশটির এমন কার্যক্রম জাতিসংঘের সব সদস্য দেশের জন্য হুমকি। তবে পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা জারি ক...

বাংলাদেশকে টেন্ডুলকারের অভিনন্দন

Image
বাংলাদেশের এমন জয়ে বিস্মিত-উচ্ছ্বসিত সবাই। ছবি: শামসুল হক সর্বকালের সেরা কি না, এ নিয়ে বিতর্ক হলেও সর্বকালের সফলতম ব্যাটসম্যান যে শচীন টেন্ডুলকার, এ নিয়ে সন্দেহ নেই। তাঁর মতো রান আর সেঞ্চুরি কেই-বা করতে পেরেছে। অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর এই গৌরবোজ্জ্বল মুহূর্তে বাংলাদেশ অভিনন্দন পেল এই কিংবদন্তির কাছ থেকে। বাংলাদেশ জেতার পরপরই টুইট করেছেন টেন্ডুলকার। গতকাল ওয়েস্ট ইন্ডিজ চমকে দেওয়া জয় পেয়েছে ইংল্যান্ডের মাটিতে। আজ জিতল বাংলাদেশ, যেটিও বিশ্ব ক্রিকেটকে হতবাক করে দেওয়ার মতো। টানা এই দুই জয়ের উদাহরণ টেনে টেন্ডুলকার লিখেছেন, ‘টানা দুই দিনে দুটি অঘটন। বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জীবনী এনে দেওয়া পারফরম্যান্স। টেস্ট ক্রিকেট সত্যিই জেগে উঠছে।’ বাংলাদেশের ক্রিকেট নিয়ে একবার খুবই আপত্তিকর মন্তব্য করেছিলেন বীরেন্দর শেবাগ। তিনিও টুইট করে অভিনন্দন জানিয়েছেন, ‘শাবাশ বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে দুর্দান্ত খেলেছ।’ সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আরনল্ড টুইট করেছেন, ‘শাবাশ বাংলাদেশ। দুর্দান্ত টেস্ট জয় আর শেষ পর্যন্ত কঠিন লড়াই করে যাওয়ায় তোমাদের অভিনন্দন। মন জিতে নিয়েছ তোমরা।’ ...

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের এই জয়

Image
‘ঐতিহাসিক!’ এই শব্দটাই ঘুরে ফিরে আসছে। আর আসছে সাকিব আল হাসানের কথা। আসবেই তো। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট ইতিহাসের পরতে পরতে ছড়িয়ে থাকা একটি দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়কে ঐতিহাসিক বললেও যেন একটু অতৃপ্তি থেকে যায়। বহু ব্যবহারে এই শব্দটা যেন একটু ক্ষয়েই গেছে। আর সেই জয়ে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার নেতৃত্ব দিলেন একেবারে সামনে থেকে। বিশ্ব মিডিয়ায় তাই বাংলাদেশের এই জয়ের প্রসঙ্গে আসছে এই দুটি শব্দ: ঐতিহাসিক আর সাকিব! দারুণ শিরোনাম দিয়েছে ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী পত্রিকাগুলোর একটি দ্য গার্ডিয়ান: ‘অস্ট্রেলিয়ার আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশ ঐতিহাসিক এক জয় ঘোষণা করল’। অস্ট্রেলিয়ার দ্য নিউজ অবশ্য অতটা কাব্য করেনি স্বাভাবিক কারণে। নিরীহ শিরোনাম দিয়ে তারা লিখেছে: ‘ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাল’। এর চেয়ে নিরামিষ শিরোনাম আর কী হতে পারে! অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসে অবশ্য হাহাকারটা ধরা পড়ে: ‘জাতীয় দল প্রথম ঐতিহাসিক পরাজয়ের শিকার হলো ক্রিকেটের কোনো ছোট দলের কাছে’। ফক্স স্পোর্টস অন্তত টেস্টে এখনো বাংলাদেশকে ‘মিনোজ’দের একজন ভাবছে, সেটা তাদের শিরোনামেই বোঝা যায়...
Image
অস্ত্রের মুখে প্রধান বিচারপতিকে জিম্মি করতে গিয়ে জেনারেল আকবর নিজেই ধরা By Staff Reporter Wed, Aug 30, 2017 ষোড়শ সংশোধনীর রায় বদলানোর চেষ্টায় অস্ত্রের মুখে বিচারপতি সিনহাকে জিম্মি করতে গিয়ে নিজেই আটক হন জেনারেল আকবর। ঘটনা গত ১৭ আগস্টের। সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন অফিস থেকে ছুটি নিয়ে আরও তিন জন পিএসওকে সাথে নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসভবনে যান। তারা ছোট অস্ত্র বহন করছিলেন সাথে। সেখানে ঢুকে বিচারপতি সিনহাকে অস্ত্রের মুখে জিম্মি করে রায় বদলানো অথবা তাকে অপহরন করে বাইরে নিয়ে যাওয়া উদ্দেশ্য ছিল। জেনারেলরা অস্ত্র বের করার আগেই সিনহার প্রহরীরা চারদিক দিয়ে অস্ত্র দিয়ে ঘিরে ফেলে। আগে থেকেই তারা ছিলো সতর্ক। বড় অস্ত্রের কাছে ছোট অস্ত্র পরাস্ত হয়। ফলে আকবর বাহিনী ব্যর্থ হয়ে ফিরে আসে। যেনো ঠিক হিন্দি ছবির জিম্মি পাল্টা জিম্মি নাটক! তবে এ সময় বাইরে একটি গুজব ছড়িয়ে পড়ে- বিচারপতি সিনহা আটক! অবশ্য ঘটানার খবর উভয় পক্ষ থেকে মিডিয়াতে গোপন রাখা হয় । শেখ হাসিনার নির্দেশনা নিয়েই জেনারেল আকবর ঐ অপারেশন চালায় বলে জানিয়...

জয়ের নায়ক সাকিবের আরেকটি অনন্য অর্জন

Image
আরেকটি অনন্য অর্জন সাকিবের। ছবি: শামসুল হক ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে মনস্তাত্ত্বিকভাবে অস্ট্রেলিয়াই এগিয়ে ছিল ম্যাচে। হাতে ৮ উইকেট নিয়ে জয় থেকে ১৫৬ রান দূরে ছিল তারা। কিন্তু আজ সকালে সাকিব আল হাসানের স্পিনে ঘুরে যায় ম্যাচের মোড়। সকালের সেশনে তার ৩ উইকেটে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর লাঞ্চ শেষে প্রথম বলেই বিপজ্জনক ড্রেন ম্যাক্সওয়েলকেও ফেরান বিশ্বসেরা এ অলরাউন্ডার। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসা ঢাকা টেস্টে শেষ পর্যন্ত বাংলাদেশের ২০ রানের জয়ে সাকিবই নায়ক। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব। অর্থাৎ চলতি ঢাকা টেস্টে ১০ উইকেট শিকার করেছেন সাকিব। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ উইকেট এ অলরাউন্ডারের। বাংলাদেশের হয়ে টেস্টে দুই ম্যাচে ন্যূনতম ১০টি করে উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি। টেস্টে এক ম্যাচে সাকিব প্রথম ১০ উইকেটের দেখা পেয়েছিলেন তিন বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে। সেবার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী...

৮৫ জন রোহিঙ্গা আটক

Image
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বাধা দিচ্ছে বিজিবি। ছবি: রয়টার্স কক্সবাজারের সেন্ট মার্টিন ও উখিয়া দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশ কোস্টগার্ড ও উখিয়া থানার পুলিশ ৮৫ জন রোহিঙ্গাকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আজ বুধবার ভোর ৫টা পর্যন্ত উখিয়া ও বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৩ জন রোহিঙ্গাকে কক্সবাজার ৩৪ বিজিবির কাছে সোপর্দ করা হয়েছে। পরে বিজিবি তাদের মিয়ানমারে ফেরত পাঠাবে। অন্যদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোর পর্যন্ত বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কোস্টগার্ড ৭২ জনকে আটক করে। একই সীমান্ত পয়েন্ট দিয়ে পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। আরও সংবাদ বিষয়:

ঈদুল আজহার নামাজের সময়সূচি

Image
প্রথম আলো ফাইল ছবি যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামী ২ সেপ্টেম্বর শনিবার সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। এখানে বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মা...