জয়ের নায়ক সাকিবের আরেকটি অনন্য অর্জন
- Get link
- X
- Other Apps
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের শিকার ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ৫০তম টেস্ট খেলতে নামা সাকিব। অর্থাৎ চলতি ঢাকা টেস্টে ১০ উইকেট শিকার করেছেন সাকিব। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ উইকেট এ অলরাউন্ডারের। বাংলাদেশের হয়ে টেস্টে দুই ম্যাচে ন্যূনতম ১০টি করে উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।
টেস্টে এক ম্যাচে সাকিব প্রথম ১০ উইকেটের দেখা পেয়েছিলেন তিন বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে। সেবার জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। সে ম্যাচে ব্যাট হাতেও তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। চলতি ঢাকা টেস্টেও ব্যাট হাতে বাংলাদেশের প্রথম ইনিংসে ৮৪ রানের কার্যকর ইনিংস খেলেছেন সাকিব। এরপর ৬৮ রানে ৫ উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দেন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সাকিবের বোলিং ফিগার ২৮-৭-৮৫-৫।
টেস্টে সাকিবসহ বাংলাদেশের এ পর্যন্ত তিনজন বোলার এক ম্যাচে ন্যূনতম ১০ উইকেট নিয়েছেন। প্রথম এ কীর্তি গড়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন এ স্পিনার। ১১ বছর পর গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে একই কীর্তি গড়েন মেহেদী হাসান মিরাজ। ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এ অফ স্পিনার।
- Get link
- X
- Other Apps
Comments