৮৫ জন রোহিঙ্গা আটক



বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বাধা দিচ্ছে বিজিবি। ছবি: রয়টার্সকক্সবাজারের সেন্ট মার্টিন ও উখিয়া দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশ কোস্টগার্ড ও উখিয়া থানার পুলিশ ৮৫ জন রোহিঙ্গাকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আজ বুধবার ভোর ৫টা পর্যন্ত উখিয়া ও বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৩ জন রোহিঙ্গাকে কক্সবাজার ৩৪ বিজিবির কাছে সোপর্দ করা হয়েছে। পরে বিজিবি তাদের মিয়ানমারে ফেরত পাঠাবে। অন্যদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোর পর্যন্ত বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কোস্টগার্ড ৭২ জনকে আটক করে। একই সীমান্ত পয়েন্ট দিয়ে পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

আরও সংবাদ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা