Posts

শিক্ষিকা নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনা ও রাজাপুরে মানববন্ধন

Image
বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত রবিবার বিকাল ৪টা থেকে ৫টা  পর্যন্ত ঘণ্টাব্যাপী সদর উপজেলা পরিষদের সামনের সড়কে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মমতাজ মহল, সহ-সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক দিনাজ উদ্দিন, সাধারণ সম্পাদক বাঁধন খান পাঠান ববি, মিজানুর রহমান, অরবিন্দ, শান্তনা দত্ত, আলী উছমান, মানষ গুণ প্রমুখ।  এদিকে প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে বরগুনার বেতাগী উপজেলার করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে নির্যাতনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে রবিবার বিকালে উপজ...

ইংলাক কোথায় আছেন, জানে না থাইল্যান্ড সরকার

Image
ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী প্রাওইত ওংসুয়ান বলেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা কোথায় আছেন, তা তাঁদের জানা নেই। গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে গত শনিবার ইংলাকের রাজনৈতিক দলের এক জ্যেষ্ঠ নেতা গত শনিবার দাবি করেন, সাবেক এই প্রধানমন্ত্রী দুবাই গেছেন। ক্ষমতায় থাকাকালে চালে ভর্তুকির একটি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার কথা ছিল গত শুক্রবার। কিন্তু আদালতে হাজির না হয়ে রায় ঘোষণার আগেই দেশ ছেড়ে পালান সাবেক এই প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২৭ সেপ্টেম্বর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেন। রায়ে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ইংলাক দেশ ছাড়ার পর তাঁর দল পুইয়া থাই পার্টির একটি সূত্র দাবি করে, ২০১৪ সালে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী সিঙ্গাপুর হয়ে দুবাই গেছেন। ধারণা করা হচ্ছে, ভাই থাকসিন সিনাওয়াত্রার কাছেই গেছেন তিনি। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত থাকসিনও দুর্নীতির অভিযোগে কার...

দাম শুনেই উল্টো হাঁটছেন ক্রেতারা

Image
আফতাব নগর পশুর হাট। এই গরুটির দাম হঁাকা হচ্ছে ১০ লাখ টাকা। গতকাল তোলা ছবি l প্রথম আলো ‘অনেকেই আসছেন, গরু দেখছেন ও দাম জানতে চাইছেন। কিন্তু দাম শুনেই চলে যাচ্ছেন।’ হাটের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বললেন মো. রাশেদ। চুয়াডাঙ্গা থেকে ১২টি গরু নিয়ে উত্তরার ১২ নম্বরের অস্থায়ী পশুর হাটে এসেছেন তিনি। রাশেদের কথার সত্যতা মিলল ৩০০ ফুট সড়ক-সংলগ্ন পশুর হাট ও উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় থেকে ১৫ নম্বর সেক্টরের গোলচত্বর পর্যন্ত অস্থায়ী পশুর হাটে গিয়ে। গতকাল সোমবারবিকেলে ওই দুটি হাটে গিয়ে দেখা যায়, ট্রাকে করে গরু আসছে। যদিও এরই মধ্যে হাটে গরু রাখার জায়গা ভরে গেছে। কিছু ক্রেতা হাটে আসছেন। হাট ঘুরে ঘুরে তাঁরা গরু দেখছেন। দাম জিজ্ঞেস করছেন। তবে খুব কম ক্রেতাই ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করছেন। হাটে আসা বেশির ভাগ ক্রেতাই দাম শুনেই চলে যাচ্ছেন। উত্তরা ১২ নম্বরের হাটে কথা হয় পাবনা থেকে চারটি গরু নিয়ে আসা আবদুল আলীমের সঙ্গে। তিনি হাটে এসেছেন দুই দিন আগে। তাঁর আনা চারটি গরুর একটিও বিক্রি হয়নি। গরুগুলোর একটি দেখিয়ে আবদুল আলীম বলেন, ‘এর মাংস ১০ মণের মতো হবে। তিন লাখ টাকায় বেচব বলে ঠিক করেছি। কিন্তু দাম ...

শারাপোভা ফিরলেন রাজকীয় ঢঙেই

Image
আবারও জয়ের ধারায় ফিরলেন শারাপোভা। ছবি এএফপি। দেড় বছর আগেও যেকোনো গ্র্যান্ড স্ল্যামের চূড়ান্ত পর্বে সরাসরি সুযোগ পেতেন মারিও শারাপোভা। সংবাদমাধ্যমগুলো ব্যস্ত হয়ে উঠত তাঁকে নিয়ে খবর প্রকাশের জন্য। কিন্তু ‘ডোপ কেলেঙ্কারি’ হঠাৎই তাঁর ক্যারিয়ার থেকে কেড়ে নিল ১৫টি মাস। নারী টেনিসের ‘পোস্টার গার্ল’ ১৫ মাসের জন্য হারিয়ে গেলেন অন্তরালে। গত মে মাসে ফিরলেন। চোট আবার নিয়ে গিয়েছিল আড়ালে। কিন্তু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে ফিরলেন দারুণভাবেই। র‍্যাঙ্কিংয়ের ১৪৬তম স্থানে থাকা শারাপোভা টেনিসের বড় মঞ্চে ফিরেছেন ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। এটি পেয়েছেন তিনি ২ নম্বর বাছাই সিমোনা হালেপকে হারিয়ে। রানির মতো প্রত্যাবর্তন শারাপোভার। র‍্যাঙ্কিংয়ের ১৪৬ হওয়ার কারণেই খেলা পড়ল দ্বিতীয় স্থানে থাকা হালেপের সঙ্গে। সবাইকে অবাক করে দিয়ে জিতলেন ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে। খেলার বাইরে ছিলেন বলেই সবাই একটু অবাক, নয়তো রোমানিয়ার এই প্রতিপক্ষের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছেন শারাপোভা। ফিরে এসেই হারালেন ২ নম্বর বাছাই হালেপকে। বিশ্বাসই হচ্ছে না শারাপোভার। ছবি এএফপি। জয়টাকে কীভাবে দেখছেন এই রাশিয়ান তারকা? উত...

‘আমরা জনগণ’ হিমালয়স্পর্শী ‘আমি’তে বিলীন হয়েছিল প্রধান বিচারপতির পর্যবেক্ষণেই আমিত্বের ছাপ

Image
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । ছবি: সাজিদ হোসেন ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায়: তোফায়েল আহমেদের সাক্ষাৎকার সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে চলছে নানা আলোচনা, বিতর্ক। এই প্রেক্ষাপটে গত শনিবার বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ   প্রথম আলো র মুখোমুখি হন। তাঁর বাসভবনে এই দীর্ঘ সাক্ষাৎকারটি নিয়েছেন  মিজানুর রহমান খান প্রথম আলো:  রায়ে ‘আমিত্ব’ ও ‘আমরাত্ব’ বিতর্কে অনেকের মতে বঙ্গবন্ধুকে আদৌ ইঙ্গিত করা হয়নি। আপনি কীভাবে দেখেন? তোফায়েল আহমেদ:  এ বিষয়টি আদৌ রায়ের জন্য প্রাসঙ্গিক ছিল না। অহেতুক ‘আমিত্ব’ ও ‘আমরাত্ব’ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। যেমন ড. কামাল হোসেন আপনাকে দেওয়া সাক্ষাৎকারেই বলেছেন, বঙ্গবন্ধুর সই করা সংবিধান ‘আমরা’ দিয়ে শুরু হয়েছে। সেটা তো আছেই, কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, বঙ্গবন্ধু ‘আমি’ দিয়েই তাঁর স্বাধীনতার বার্তা দিয়েছিলেন। তাঁর সাতই মার্চের ভাষণে, ‘আমি যদি হুকুম দিবার না-ও পারি, আমি প্রধানমন্ত্রী হতে চাই না’র মতো অনেক বাক্য রয়েছে। প্রথম আলো:  কিন্তু রায়ে এই ‘আমি’কে খাটো করা হয়ন...

৪৬ রোহিঙ্গাকে অনুপ্রবেশে বাধা

Image
টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া খালে অনুপ্রবেশের সময় বাধা দেওয়া হয় রোহিঙ্গাদের নৌকা। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: প্রথম আলো কক্সবাজারের টেকনাফ উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪৬ জন রোহিঙ্গা নাগরিককে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং, উলুবনিয়া ও লম্বাবিল পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে উপজেলার হোয়াইক্যং উনছিপ্রাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ১২ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে আটক করা হয়। পরে তাদের রাত একটার দিকে একই সীমান্ত দিয়ে মিয়ানমারের ফেরত যেতে বাধ্য করা হয়েছে। আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার উলুবনিয়া ও লম্বাবিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৩৪ জন শিশু, নারী ও পুরুষকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তাদের মানবিক সহায়তা দিয়ে দিনের যেকোনো সময় ফেরত পাঠানো হবে। আরও সংবাদ বিষয়:
Image
11:59 Almost Ready for War: F-35 Joint Strike Fighter Has Flown 100,000 Hours US Military News