শিক্ষিকা নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনা ও রাজাপুরে মানববন্ধন

শিক্ষিকা নির্যাতনের  প্রতিবাদে নেত্রকোনা ও রাজাপুরে মানববন্ধন
বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত রবিবার বিকাল ৪টা থেকে ৫টা  পর্যন্ত ঘণ্টাব্যাপী সদর উপজেলা পরিষদের সামনের সড়কে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মমতাজ মহল, সহ-সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক দিনাজ উদ্দিন, সাধারণ সম্পাদক বাঁধন খান পাঠান ববি, মিজানুর রহমান, অরবিন্দ, শান্তনা দত্ত, আলী উছমান, মানষ গুণ প্রমুখ। 

এদিকে প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে বরগুনার বেতাগী উপজেলার করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে নির্যাতনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় আধঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক বাদশা,  সাধারণ সম্পাদক মাহমুদা খানম, ফরিদ উদ্দিন আকন, জেসমিন সিকদার ও জাকির হোসেন প্রমুখ। এসময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারী শিক্ষক-শিক্ষিকা এ মানববন্ধনে অংশ নেন।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য