শারাপোভা ফিরলেন রাজকীয় ঢঙেই
- Get link
- X
- Other Apps
রানির মতো প্রত্যাবর্তন শারাপোভার। র্যাঙ্কিংয়ের ১৪৬ হওয়ার কারণেই খেলা পড়ল দ্বিতীয় স্থানে থাকা হালেপের সঙ্গে। সবাইকে অবাক করে দিয়ে জিতলেন ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে। খেলার বাইরে ছিলেন বলেই সবাই একটু অবাক, নয়তো রোমানিয়ার এই প্রতিপক্ষের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছেন শারাপোভা।
এপ্রিলেই নিষেধাজ্ঞা শেষ হয়েছিল। ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেননি ‘ডোপ পাপের’ ধুয়া ওঠায়, উইম্বলডনে ছিলেন না ওয়াইল্ড কার্ড না পাওয়ায়। গ্র্যান্ড স্ল্যামে শেষবার খেলেছিলেন ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে, হেরেছিলেন সেরেনা উইলিয়ামসের বিপক্ষে।
নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডো কোর্টে কিন্তু উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন এই টেনিস তারকা। বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায় তাঁর প্রতিপক্ষ ৫৯তম বাছাই হাঙ্গেরির টিমিয়া বাবোস। সূত্র: বিবিসি
- Get link
- X
- Other Apps
Comments