মালালাকে সিনেমার শূটিং শুরু হচ্ছে | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম 14 2 0 17 বিনোদন ডেস্ক: বছর খানেক বন্ধ থাকার পর আগামী সেপ্টেম্বর থেকে আবার শুরু হচ্ছে পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের পথিকৃত শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বায়োপিকের শূটিং। শূটিংয়ের অর্ধেক নাকি শেষ করা হয়েছিল আগেই। প্রথম অংশটুকুর শূটিং হয়েছিল ২০১৬ সালে গুজরাটের শহর ভুজ এবং ভারতের মুম্বাইয়ে। বাকি অংশের শূটিং হওয়ার কথা কাশ্মীর উপত্যকায়। কিন্তু সেখানকার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে শুটিং চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। এবার সব দিক সামাল দিয়ে আবারও শুটিং চালিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম অংশের শূটিং করা হয়েছে চ্যালেঞ্জিং অনেক দিক নিয়ে। এখন যে অংশের শূটিং করা হবে, তাতে মূলত মালালার জীবনের অজানা অনেক দিক তুলে ধরা হবে। তবে মালালা চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন, তা এখনো অপ্রকাশিত রাখা হয়েছে। ছবির সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
Posts
- Get link
- X
- Other Apps
তিলাই নদীর সুইস গেটের বাঁধ ভেঙ্গে ফুলবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ২:৫১ পিএম 2 0 0 3 দিনাজপুরের ফুলবাড়ীতে গত দুই তিন দিনের দফায় দফায় ভারী বর্ষণ এবং পরবর্তীতে তিলাই খাল ও শাখা যমুনা নদীর পানি বেড়ে যাওয়ার প্লাবিত হয়েছে এলাকায়। বন্যার পানির নিচে তলিয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত ও রোপা আমনের চারা। যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকার মানুষ । অনেকেই বাড়ি-ঘর ছেড়ে গবাদি পশুসহ ঠাঁই নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের ভবনগুলোতে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়,উপজেলার এলুয়াড়ী,শিবনগর,বেতদিঘী ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে শতশত মানুষ। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে বড়পুকুরিয়া খনি এলাকার পাতিগ্রাম,বাঁশপুকুর ও পাতরাপাড়াসহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। এসব এলাকার সাথে শহরের যোগাযোগ একেবারে বিছিন্ন হয়ে পড়েছে। ফলে বিশুদ্ধ খাবার পানি ও তীব্র খাবার সংকটে পড়েছেন ওই এলাকার পানি বন্দি মানুষগুলো। এদিকে পৌর শহরের ১নং ও ২নং ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে...
- Get link
- X
- Other Apps
তরুণ চীনা সেনারা ‘মোবাইল গেম’ এ আসক্ত অনলাইন ডেস্ক ১৪ আগষ্ট, ২০১৭ ইং ১৫:০৭ মিঃ চীনের সেনাবাহিনীকে নতুন এক শত্রু মোকাবেলা করতে হচ্ছে। সেটি হলো মোবাইল গেম। দেশটির তরুণ সোনারা মোবাইলের জনপ্রিয় যুদ্ধ বিষয়ক একটি গেমে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে বাস্তব জীবনের লড়াইয়ে তারা হয়ে পড়ছে মন্থর, অমনোযোগী। সেনা কর্মকর্তারা এই গেমটিকে নতুন শত্রু হিসেবে অভিহিত করেছেন। চীনে স্মার্ট ফোনে ‘কিং অব গ্লোরি’ নামের গেমসটি অত্যন্ত জনপ্রিয়। এটি এতোটাই জনপ্রিয় যে এর নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ‘শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে’ গতমাস থেকে প্রতিদিন খেলার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। কারণ অতিরিক্ত মোবাইল গেমস শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি করে। জানা গেছে, গেমসটি একাধিক খেলোয়াড় একসঙ্গে অনলাইনে খেলতে পারে। ফলে বিভিন্ন স্থান থেকে একই গেমসে অংশ নেয়া যায়। চীনের সেনাবাহিনী এখন এই গেমসটির ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছে। পিপল’স লিবারেশন আর্মি ডেইলি পত্রিকা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আর এটা কিছুতেই এড়ানো উচিত নয়।’ এতে আরো বলা হয়েছে, ‘এই গেমসটি খেলার জন্য অব্যাহত মনোযোগ...
- Get link
- X
- Other Apps
৪০ হাজার রোহিঙ্গাকেই ভারত ছাড়তে হবে’ জাতিসংঘের তালিকাভুক্তরাও দেশটিতে থাকতে পারবেন না ইত্তেফাক ডেস্ক ১৪ আগষ্ট, ২০১৭ ইং ১৮:৩৭ মিঃ ভারতে বসবাসরত আনুমানিক প্রায় ৪০ হাজার রোহিঙ্গার সবাইকে দেশটি ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু। এমনকি এদের মধ্যে যারা জাতিসংঘ শরণার্থী সংস্থার তালিকাভুক্ত তারাও ভারতে থাকতে পারবেন না। রিজিজু বলেন, অবৈধভাবে ভারতে বসবাস করা এই রোহিঙ্গা মুলিমদের বিতাড়ন পর্ব ধারাবাহিকভাবে চলবে। এক লিখিত বিবৃতিতে তিনি জানান, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুসারে অবৈধভাবে ভারতে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের বিতাড়ন করা হবে। এজন্য কেন্দ্র সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোকে টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রতিটি জেলাভিত্তিক অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ১৯৯০ সালের পর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসে। এর কিছু অংশ ভারতেও প্রবেশ করে। সমুদ্রপথ ছাড়াও চীন ও বাংলাদেশ হয়ে রোহিঙ্গারা ভারতে আসে। ভারতের জম্মু, উত্...
- Get link
- X
- Other Apps
সিয়েরা লিওনে ভারীবর্ষণে পাহাড়ধস, ৩১২ জনের মৃত্যু অনলাইন ডেস্ক ১৪ আগষ্ট, ২০১৭ ইং ২০:২৭ মিঃ সিয়েরা লিওনে ভারীবর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছে। এখনো বহু মানুষ ভূমিধসে চাপা পড়া স্বজনের লাশ খুঁজে বেড়াচ্ছে, রাজধানী ফ্রি টাউনে মর্গগুলো লাশে ভরে উঠেছে। সারারাতব্যাপী ভারীবর্ষণের পরে রিজেন্ট এলাকার পাহাড়ের একাংশ ভেঙে লোকালয়ে কাঁদার নিচে চাপা পড়ে। প্রত্যক্ষদর্শীরা এই পাহাড়ধসকে, কাঁদার নদী বলে অভিহিত করেন। ময়নাতদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছে, শহরের মর্গে ২০০ জনের লাশ এসেছে। রেডক্রস জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৩১২ জন হয়েছে। তবে এখনো মৃতর প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। পাহাড়ধসের সময় মানুষ ঘুমন্ত অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। বন্যায় আরো ২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে সিয়েরা লিওনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ফোহ বলেন, আশঙ্কা করা হচ্ছে আরো ১০০ মানুষ ধ্বংসাবশেষের নিচে আছে। পরিস্থিতি এতটাই খারাপ যে নিজেকে বিদীর্ণ মনে হচ্ছে। আমরা এলাকাটি ঘিরে রেখেছি এবং জায়গাটি খালি করার চেষ্টা করছি। টেলিগ্রাফ। ইত্ত...
- Get link
- X
- Other Apps
ভারত-চীন যুদ্ধ হলে কেউ জিতবে না: দালাইলামা ইত্তেফাক ডেস্ক ১৫ আগষ্ট, ২০১৭ ইং ০৯:২৩ মিঃ ভারত এবং চীন যেন পরস্পরের সঙ্গে যুদ্ধে না জড়ায় সেজন্য সতর্ক বার্তা দিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। কারণ সে যুদ্ধে কোনো পক্ষই জিততে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার মুম্বাইয়ের এক কর্মসূচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন দালাইলামা। পরস্পরের প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকতে হবে দুই বৃহৎ শক্তিকে, পরামর্শ বৌদ্ধ ধর্মগুরুর। তিনি মনে করিয়ে দিয়েছেন সেই পুরনো স্লোগান : ‘হিন্দি-চিনি ভাই ভাই’। বন্ধুত্বপূর্ণ সহাবস্থানই ভারত এবং চীনের সামনে একমাত্র পথ বলে জানান দালাইলামা। তিনি বলেন, বর্তমানে সীমান্তের যা পরিস্থিতি, তাতে ভারত বা চীন, কেউই কাউকে হারাতে পারবে না। দুই দেশই সামরিকভাবে শক্তিশালী। এনডিটিভি। ইত্তেফাক/সেতু
- Get link
- X
- Other Apps
মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০১৭, ০১:০৬:২৬ 15:27 ডায়াবেটিসের ঝুঁকি কমায় মদ! ডেস্ক রির্পোটঃ-মদ্যপান স্বাস্থ্যের জন্য সাধারণভাবে ক্ষতিকর বলে মনে করা হলেও গবেষণা বলছে, পরিমিত মদ পান শরীরের পক্ষে ভাল। যারা একেবারেই মদ পান করেন না তাদের তুলনায় যারা সপ্তাহে তিন-চার বার মদ পান করেন, তাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম। ডেনমার্কের গবেষকরা একথা বলেছেন। ডায়াবেটোলোজিয়ায় প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মদ রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হওয়ার কারণে এটি ডায়াবেটিস রোধে বিশেষভাবে উপকারী। তবে তাই বলে বেশি বেশি মদ পান করাও ঠিক নয় বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বিবিসি জানায়, গবেষকরা মদ পান করেন এমন ৭০ হাজারেরও বেশি মানুষের ওপর গবেষণা চালিয়েছেন। তারা কত পরিমাণ এবং কত ঘন ঘন মদ পান করেন তা খতিয়ে দেখা হয়েছে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক হেলথ’ এর এ গবেষণার প্রধান গবেষক প্রফেসর জ্যান টোলস্ট্রাপ বলেছেন, “একবারে একটি নির্দিষ্ট পরিমাণ মদ পানের চেয়ে ধাপে ধাপে মদ পানের আলাদা উপকারিতা আছে।” অর্থাৎ, মদ পুরোটা একবারে পান না করে চারটি ধাপে তা পান করলে এর ...