ভারত-চীন যুদ্ধ হলে কেউ জিতবে না: দালাইলামা
ভারত এবং চীন যেন পরস্পরের সঙ্গে যুদ্ধে না জড়ায় সেজন্য সতর্ক বার্তা দিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। কারণ সে যুদ্ধে কোনো পক্ষই জিততে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল সোমবার মুম্বাইয়ের এক কর্মসূচিতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন দালাইলামা। পরস্পরের প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকতে হবে দুই বৃহৎ শক্তিকে, পরামর্শ বৌদ্ধ ধর্মগুরুর। তিনি মনে করিয়ে দিয়েছেন সেই পুরনো স্লোগান : ‘হিন্দি-চিনি ভাই ভাই’।
বন্ধুত্বপূর্ণ সহাবস্থানই ভারত এবং চীনের সামনে একমাত্র পথ বলে জানান দালাইলামা। তিনি বলেন, বর্তমানে সীমান্তের যা পরিস্থিতি, তাতে ভারত বা চীন, কেউই কাউকে হারাতে পারবে না। দুই দেশই সামরিকভাবে শক্তিশালী। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
Comments