তরুণ চীনা সেনারা ‘মোবাইল গেম’ এ আসক্ত
অনলাইন ডেস্ক১৪ আগষ্ট, ২০১৭ ইং ১৫:০৭ মিঃ
তরুণ চীনা সেনারা ‘মোবাইল গেম’ এ আসক্ত
চীনের সেনাবাহিনীকে নতুন এক শত্রু মোকাবেলা করতে হচ্ছে। সেটি হলো মোবাইল গেম। দেশটির তরুণ সোনারা মোবাইলের জনপ্রিয় যুদ্ধ বিষয়ক একটি গেমে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে বাস্তব জীবনের লড়াইয়ে তারা হয়ে পড়ছে মন্থর, অমনোযোগী। সেনা কর্মকর্তারা এই গেমটিকে নতুন শত্রু হিসেবে অভিহিত করেছেন। 
চীনে স্মার্ট ফোনে ‘কিং অব গ্লোরি’ নামের গেমসটি অত্যন্ত জনপ্রিয়। এটি এতোটাই জনপ্রিয় যে এর নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ‘শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে’ গতমাস থেকে প্রতিদিন খেলার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। কারণ অতিরিক্ত মোবাইল গেমস শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি করে। জানা গেছে, গেমসটি একাধিক খেলোয়াড় একসঙ্গে অনলাইনে খেলতে পারে। ফলে বিভিন্ন স্থান থেকে একই গেমসে অংশ নেয়া যায়। চীনের সেনাবাহিনী এখন এই গেমসটির ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছে। পিপল’স লিবারেশন আর্মি ডেইলি পত্রিকা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আর এটা কিছুতেই এড়ানো উচিত নয়।’ 
এতে আরো বলা হয়েছে, ‘এই গেমসটি খেলার জন্য অব্যাহত মনোযোগ প্রয়োজন। কিন্তু সেনাদের সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে কাজ করতে হয়। যদি এই গেমস খেলা অবস্থায় একজন সৈন্যকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয় এবং তার মন গেমসটির ভেতরেই পড়ে থাকে তবে সেই অভিযানের সময় তার ভেতরে অমনোযোগ দেখা দিতে পারে।’ পত্রিকাটিতে বলা হয়, চলতি সপ্তাহান্তে সেনাদের একটি ডর্মেটরির প্রায় সকলকেই গেমসটির মধ্যে ডুবে থাকতে দেখে কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য