Posts

জামালপুরে ইজিবাইকে ট্রেনের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৭

Image
গতকাল সন্ধ্যায় ৬টার দিকে জামালপুরের চন্দ্রা রেলক্রসিং-এ একটি লোকাল ট্রেন ধাক্কা দেয় একটি ইজিবাইককে। এ ঘটনায় তাৎক্ষণিক ৫ জন নিহত হওয়ার খবর পাওয় যায়। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ দুঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।   জামালপুর রেলওযে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জামালপুর জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ইজবাইক ওইদিন সন্ধায় জেলা শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন চন্দ্রা এলাকার রেলওয়ে লেভেল ক্রসিং পাড়ি দিচ্ছিল। এ সময় জামালপুর রেলস্টেশন জংশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন কম্পপুরগামী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ইজিবাইকের চালক এবং ৬ যাত্রী নিহত হয়। জানা যায়, ঘটনাস্থলে নিহত হয় ছানোয়ার হোসেন(৪০)দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বিজিবির জোয়ানরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৪৫), জামালপুর পৌরসভার চন্দ্রা গ্রামের মীর হোসেন (৪০), কম্পপুর গ্রামের হোসেন আলী (৩৩), জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাঁশচড়া গ্রা...

৮০টি দেশকে ভিসামুক্ত সুবিধা দিচ্ছে কাতার

Image
  কাতার ৮০ টি দেশের নাগরিকদের জন্য ভিসা মুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ৩৩টি দেশের নাগরিকরা ১৮০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। বাকি ৪৭টি দেশের নাগরিকরা ৩০ দিন অবস্থান করতে পারবেন।   নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক বিবেচনায় এই সুবিধা দেওয়া হবে বলে দেশটি জানিয়েছে। গতকাল বুধবার দেশটি এই ঘোষণা দেয়।    কাতারের পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হাসান আল ইবরাহিম জানান, পর্যটনে সরকার ঐতিহাসিক পরিবর্তন আনতে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোন কোন দেশের নাগরিকরা কাতারে এধরনের ভিসা মুক্ত সফরের সুবিধা পাবে তা এখনো নির্ধারণ করা হয়নি। সেটি করতে রীতিমত কাতারের সঙ্গে বিভিন্ন দেশগুলোর সম্পর্ক পর্যালোচনা করেই তালিকা তৈরি করা হবে।ওই তালিকায় আরো নতুন দেশও যুক্ত হতে পারে।   হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাসপোর্ট বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ রাশিদ আল মাজরোই জানান, প্রাথমিকভাবে এই ৮০টি দেশের নাগরিকদের কাতার সফরে ভিসা ফি দিতে হবে না। তবে তালিকায় ৮০টি দেশের স্থান দেওয়ার ব্যাপারে সফরকারীদের সঙ্গে নিরাপত্তা ও তার অর্থনৈতিক অবস্থা বিবেচনা ...

সালমান প্রসঙ্গে সহকর্মীরা যা বললেন

Image
  দীর্ঘ ২১ বছর পর আবারও সালমান শাহ’র মৃত্যু রহস্য যখন ঘণীভূত হচ্ছে, নতুন মোড় নিচ্ছে তখন এফডিসি প্রাঙ্গণে তারকাদের মুখেও একই প্রসঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে। সালমান শাহ’র সমসাময়িক প্রতিদ্বন্দ্বী সুপারস্টার ছিলেন ওমর সানী।   ওমর সানী বলেন, ‘আমি নির্দ্বিধায় বলছি, সালমান শাহ’র জনপ্রিয়তার কাছে আমি হেরে গেছি। বারবার মনে পড়ে আমার ওর মুখটি। তবে সালমান শাহ’র জীবনে যদি কোনো ভুল থাকে তা ছিল ওর সামিরাকে বিয়ে করা। এটা আমার ব্যক্তিগত মত।’ সম্প্রতি একটি এফএম স্টেশনের ইন্টারভিউতে সালমান শাহ প্রসঙ্গ টানতেই এ কথা বলেন চিত্রনায়ক ওমর সানী।’   অন্যদিকে, শিল্পী সমিতির ঘরেও একইরকম গুঞ্জন শোনা যায়। আড্ডার টপিক থেকে সালমান শাহ যেন বের হতে পারেন না।   শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘সালমান শাহ’র মৃত্যু আমাদের এই চলচ্চিত্র সমাজের বড় ক্ষতি। তবে সম্প্রতি এসব তথ্য ফাঁস নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলবো, সত্য যাই হোক না কেন তা যে কখনও চাপা থাকে না সেটিই উপরওয়ালা আবারও প্রমাণ দিয়ে দিলেন।’   তবে এ সকল ইস্যু নিয়ে এরই ভেতরে সালমান শাহকে জড়িয়ে শাবনূরের প্রস...
Image
নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৪ সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা ১০ আগষ্ট, ২০১৭ ইং ০৯:১১ মিঃ   নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরু চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনিতে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় আরো ২জনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এই ঘটনা ঘটে।   নিহতদের মধ্যে একজনের নাম জাকির হোসেন (৩২)। সে চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ সময় আহত অবস্থায় আরো দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন, চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে হেলাল (২২) ও একই এলাকার আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর (৪০)। বাকীদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। উত্তেজিত জনতা এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।   চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে সুবর্ণচর উপজেলার চর জুবলিতে গরু চুরির ঘটনা ঘটে আসছিল। চোরদেরকে ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বুধবার রাত আড়াইটার দিকে পিক-আপ নিয়ে ৬ জনের একদল চোর ওই ইউনিয়নের উত্তর কচ্চবিয়া গ্রামে...

নোয়াখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

Image
  নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরু চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনিতে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় আরো ২জনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এই ঘটনা ঘটে।   নিহতদের মধ্যে একজনের নাম জাকির হোসেন (৩২)। সে চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ সময় আহত অবস্থায় আরো দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন, চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে হেলাল (২২) ও একই এলাকার আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর (৪০)। বাকীদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। উত্তেজিত জনতা এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।   চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে সুবর্ণচর উপজেলার চর জুবলিতে গরু চুরির ঘটনা ঘটে আসছিল। চোরদেরকে ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বুধবার রাত আড়াইটার দিকে পিক-আপ নিয়ে ৬ জনের একদল চোর ওই ইউনিয়নের উত্তর কচ্চবিয়া গ্রামে যায়। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলে চারজন মারা যায়। ...
Image
প্রকাশ : ১০ আগস্ট, ২০১৭ ১১:০১   অনলাইন ভার্সন আপডেট :   প্রিন্ট করুন  মাকে বাঁচাতে বাবাকে হত্যা করলো ছেলে অনলাইন ডেস্ক ভারতের দিল্লীর নিহাল বিহারে বাবাকে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। সে তার মাকে বাঁচানোর জন্য বুধবার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। খবর পিটিআই’র। পুলিশ জানায়, তরুণটির নাম রাহুল। বাবাকে হত্যার পর সে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।   রাহুলের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, রাহুলের বাবা দিনেশ প্রায়ই মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরতো এবং তার মাকে মারধর করতো। বুধবারও তার বাবা বাড়ি ফিরে স্ত্রীকে পিটাতে শুরু করে। এ সময় রাহুল তাকে শান্ত করার চেষ্টা করলে দিনেশ তার কথায় কর্ণপাত করেননি। তখন রেগে গিয়ে রাহুল ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করে। বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৭/এনায়েত করিম
Image
প্রকাশ : ১০ আগস্ট, ২০১৭ ০৯:২১   অনলাইন ভার্সন আপডেট :   প্রিন্ট করুন  যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে আবারও টানাপোড়েন অনলাইন ডেস্ক দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কিউবার সাথে আমেরিকার সম্পর্কের টানাপোড়েন কেটে যায় ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে। তবে ডোনাল্ড ট্রাম্প যুগে সেই সম্পর্কে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেটা কিনা এক রহস্যময় কারণে। বিবিসির খবর, ওয়াশিংটনে অবস্থানরত দুইজন কিউবান কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। আর তার কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যার কথা বলা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলছেন, ২০১৬ সালে শেষ দিকে কিউবায় থাকা কয়েকজন মার্কিন দূতাবাসের কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। তাদেরকে তখন জোর করেই দেশে ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্র। মার্কিন মুখপাত্র সংবাদ সংস্থা এপি'কে এর কারণ হিসেবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে এজন্য তারা কিউবার গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছে। তাদের ধারণা, এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থ...