সালমান প্রসঙ্গে সহকর্মীরা যা বললেন

সালমান প্রসঙ্গে সহকর্মীরা যা বললেন
 
দীর্ঘ ২১ বছর পর আবারও সালমান শাহ’র মৃত্যু রহস্য যখন ঘণীভূত হচ্ছে, নতুন মোড় নিচ্ছে তখন এফডিসি প্রাঙ্গণে তারকাদের মুখেও একই প্রসঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে। সালমান শাহ’র সমসাময়িক প্রতিদ্বন্দ্বী সুপারস্টার ছিলেন ওমর সানী।
 
ওমর সানী বলেন, ‘আমি নির্দ্বিধায় বলছি, সালমান শাহ’র জনপ্রিয়তার কাছে আমি হেরে গেছি। বারবার মনে পড়ে আমার ওর মুখটি। তবে সালমান শাহ’র জীবনে যদি কোনো ভুল থাকে তা ছিল ওর সামিরাকে বিয়ে করা। এটা আমার ব্যক্তিগত মত।’ সম্প্রতি একটি এফএম স্টেশনের ইন্টারভিউতে সালমান শাহ প্রসঙ্গ টানতেই এ কথা বলেন চিত্রনায়ক ওমর সানী।’
 
অন্যদিকে, শিল্পী সমিতির ঘরেও একইরকম গুঞ্জন শোনা যায়। আড্ডার টপিক থেকে সালমান শাহ যেন বের হতে পারেন না।
 
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘সালমান শাহ’র মৃত্যু আমাদের এই চলচ্চিত্র সমাজের বড় ক্ষতি। তবে সম্প্রতি এসব তথ্য ফাঁস নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলবো, সত্য যাই হোক না কেন তা যে কখনও চাপা থাকে না সেটিই উপরওয়ালা আবারও প্রমাণ দিয়ে দিলেন।’
 
তবে এ সকল ইস্যু নিয়ে এরই ভেতরে সালমান শাহকে জড়িয়ে শাবনূরের প্রসঙ্গ টানা হচ্ছে। তার সাথে মেসেঞ্জারে কথা বলতেই বললেন, ‘আমার যেকোনো কাজ প্রসঙ্গে কথা বলতে পারেন। কিন্তু সালমান শাহ প্রসঙ্গে আমি এ সময় আর কোনো কথা বলতে চাই না। ও আমার বন্ধু, কলিগ ছিল। তাই ওর চলে যাওয়া আমার জন্য একইরকম কষ্টের। কিন্তু সাম্প্রতিক তথ্য ফাঁস নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
 
তবে সালমান ইস্যুতে চলচ্চিত্র পাড়ায় সাম্প্রতিক অনেক তর্কই যেন ঢাকা পড়ে যাচ্ছে। এদিকে, সালমান শাহ’র সবচেয়ে কাছের মানুষ, সবসময়ের সঙ্গী হিসেবে পরিচিত খল-অভিনেতা ডন এক ইউটিউব ভিডিওতে বলেছেন, ‘আমি ফেসবুক লাইভে অনবরত নানা তথ্য দেওয়া বৃদ্ধা মহিলাকে চিনি না।’
 
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

তৈরি করুন শীতের ভাপা পিঠা

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য