প্রকাশ : ১০ আগস্ট, ২০১৭ ১১:০১ অনলাইন ভার্সন
আপডেট :
আপডেট :
মাকে বাঁচাতে বাবাকে হত্যা করলো ছেলে
অনলাইন ডেস্ক
ভারতের দিল্লীর নিহাল বিহারে বাবাকে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। সে তার মাকে বাঁচানোর জন্য বুধবার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
খবর পিটিআই’র।
পুলিশ জানায়, তরুণটির নাম রাহুল। বাবাকে হত্যার পর সে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।
রাহুলের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, রাহুলের বাবা দিনেশ প্রায়ই মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরতো এবং তার মাকে মারধর করতো। বুধবারও তার বাবা বাড়ি ফিরে স্ত্রীকে পিটাতে শুরু করে। এ সময় রাহুল তাকে শান্ত করার চেষ্টা করলে দিনেশ তার কথায় কর্ণপাত করেননি। তখন রেগে গিয়ে রাহুল ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করে।
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৭/এনায়েত করিম
Comments