ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া, সাথে দিয়েছে হুঁশিয়ারি

 ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া, সাথে দিয়েছে হুঁশিয়ারি

সর্ববৃহৎ পাইপলাইন দিয়ে আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। তবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোন সময় এই সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।



নর্ড স্ট্রিম ১ পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন এই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তবে সরবরাহে ফিরলেও এখন গ্যাস প্রবাহের মাত্রা কমিয়ে দিয়েছে রাশিয়া।



বৃহস্পতিবার পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করার পর রাশিয়া জানিয়েছে, সক্ষমতার মাত্র ৪০ ভাগ গ্যাস সরবরাহ করা হচ্ছে।

গতকাল বুধবার ইউরোপিয়ান কমিশন আগামী সাত মাস এর সদস্য দেশগুলোকে ১৫ শতাংশ গ্যাস ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। রাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে বা বন্ধ করে দেওয়ায় গ্যাস সঙ্কটে ভুগছে ইউরোপের অনেক দেশ। তাই গ্যাস সাশ্রয় ছাড়া উপায় দেখছে ইউরোপের দেশগুলো।



রাশিয়া ইউরোপের প্রায় ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে।

বিশেষ করে ২০২০ সাল থেকে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে আসছিল জার্মানি। দেশটির মোট চাহিদার ৫৫ শতাংশ গ্যাস সরবরাহ করত রাশিয়া। বর্তমানে সেই নির্ভরতার মাত্রা ৩৫ শতাংশে নামিয়ে এনেছে জার্মানি। দেশটি ভবিষ্যতে রাশিয়া থেকে আর গ্যাস আমদানি করতে চাইছে না।

http://www.allbanglanewspapersbd.com/bd-pratidin/

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3441458188886643"
     crossorigin="anonymous"></script>

বিডি প্রতিদিন/নাজমুল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা