খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

 খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

‘বৃক্ষপানে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি বন বিভাগ কর্তৃক আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। 



আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।



পরে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, জেলা দুর্নীতি দমন কমিটির আহ্বায়ক সুদর্শন দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।


আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের সচেতন হওয়ার এখনই সময়, অন্যথায় প্রকৃতির প্রতিশোধ থেকে আমরা কেউই নিরাপদ থাকতে পারব না। তাই সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২২টি স্টল অংশ নেয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা