চট্টগ্রামে প্রথম ধাপে ৬ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ

 চট্টগ্রামে প্রথম ধাপে ৬ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ

ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদ করতে আবারও নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু হচ্ছে। সারাদেশের মতো এবারও চট্টগ্রামের ১৫ উপজেলায় কার্যক্রম শুরু হবে। তবে প্রথম ধাপে ৬ উপজেলার হালনাগাদ কার্যক্রম ২০ মে থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। এরপর ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা)। তবে নিবন্ধন কার্যক্রম একযোগে শুরু হলেও শেষ হবে ভিন্ন ভিন্ন সময়ে।

এ সব কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুই ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। প্রথম ধাপে চট্টগ্রামের ছয়টি উপজেলায় হালনাগাদ কার্যক্রম চালানো হবে। পরবর্তী ধাপে বাকি ৯টি উপজেলায় এ কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৩ জুন নিবন্ধন কার্যক্রম শেষ হবে সীতাকুন্ডু উপজেলায়, সন্দ্বীপে ২৯ জুলাই, কর্ণফুলীতে ১৪ জুলাই, লোহাগাড়ায় ৬ জুলাই, পটিয়ায় ৩ জুলাই এবং আনোয়ারায় ৮ জুলাই। 

সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই সময় একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা