কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি

 

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে তালেবানের গুলি
বিক্ষোভকারীরা কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হলে ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুড়ে তালেবান।
Google News

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হলে ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুড়েছেন তালেবান সদস্যরা।

মঙ্গলবার কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাইরে এ ঘটনা ঘটে।

বিক্ষোভে প্রায় ৭০ জনের মতো অংশ নেন। যাদের অধিকাংশই নারী। তারা পাকিস্তান দূতাবাসের বাইরে স্লোগান দেন, তাদের হাতে ছিল নানা ধরনের পোস্টার।

আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাকিস্তানবিরোধী বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে একপর্যায়ে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন। 

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখনও সরকার গঠন করতে পারেনি গোষ্ঠীটি। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় নারী অধিকারকর্মীরা বিক্ষোভের আয়োজন করছেন।

এর আগে মাজার-ই-শরিফ, হেরাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা