প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদী খতম করব : হুঁশিয়ারি রাজনাথের

 

প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদী খতম করব : হুঁশিয়ারি রাজনাথের
ফাইল ছবি
Google News

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ‘সন্ত্রাসবাদকে কোনও ভাবেই প্রশ্রয় নয়। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত।’ আজ রবিবার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দেন তিনি।

সরাসরি নাম না করলেও তিনি পাকিস্তানকেই এই হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। একইসাথে বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতিতেও এ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রাজনাথের ভাষ্য, একটি প্রতিবেশী দেশ (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। উগ্রবাদীদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বারবার টার্গেট করছে তারা। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে বলেও মন্তব্য ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর।

রাজনাথ বলেন, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সাথে কোনোভাবেই আপস করা হবে না। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের ছেড়ে কথা বলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা