আফগানিস্তানে তালেবানের অবস্থান নিয়ে মুখ খুললেন মার্কিন জেনারেল

 

আফগানিস্তানে তালেবানের অবস্থান নিয়ে মুখ খুললেন মার্কিন জেনারেল
মার্ক মাইলি (ডানে)
Google News

মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেছেন, ‘আফগানিস্তানে তালেবান গোষ্ঠী কৌশলগত ভালো অবস্থানে রয়েছে।’ গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে তালেবানের ক্রমাগত অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

মার্ক মাইলি বলেন, আফগানিস্তানের ৪০০টি জেলার মধ্যে প্রায় অর্ধেক জেলার দখল নিয়েছে তালেবান। তবে তালেবানের দখলকৃত জেলার মধ্যে দেশের কোনো জনবহুল প্রধান শহর নেই তালেবান। জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর উপকণ্ঠে হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে আফগান নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত। 

তিনি আরও বলেন, অধিকাংশ আফগান জনগণ দেশটির প্রাদেশিক রাজধানী এবং রাজধানী কাবুলে বসবাস করায় আফগান নিরাপত্তা বাহিনী তাদের জীবন রক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে। কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে। তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান জেনারেল মাইলি।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা