জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে মহাসড়কের উপর আছড়ে পড়েছে। এতে পাইলটসহ দু’জন নিহত হয়েছেন।

মহাসড়কে আছড়ে পড়লো বিমান, পাইলটসহ দু’জন নিহত
Google News

জার্মানির ফ্রাঙ্কফুর্টের কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে মহাসড়কের উপর আছড়ে পড়েছে। এতে পাইলটসহ দু’জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের বয়স ৬৭ ও অপর জনের ৫৩ বছর।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হেসি রাজ্যের দক্ষিণ-পূর্ব অংশের গেলেনহাউসন শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি যে জায়গায় বিধ্বস্ত হয়েছে, তার কাছেই বিমানবন্দর, রেললাইন এবং মহাসড়ক। বিমানটি বিমানবন্দরেই যাচ্ছিল। বিমানে দুই জন ছিলেন। দুর্ঘটনায় দুই জনই মারা গেছেন।

দুর্ঘটনার ফলে পাশে এ৬৬ মহাসড়ক বা রেললাইনের কোনো ক্ষতি হয়নি। ছোট বিমানটি মহাসড়কের পাশে রাস্তার ধারে গাছের উপর আছড়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা মনে করছেন, ইমার্জেন্সি প্যারাসুট কাজ করেনি। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকারী অফিসাররা এখন খতিয়ে দেখছেন দুর্ঘটনা কারণ।

সূত্র: ডয়েচে ভেলে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা