বিরোধ নিষ্পত্তিতে চুক্তি করতে যাচ্ছে সৌদি-কাতার

 

বিরোধ নিষ্পত্তিতে চুক্তি করতে যাচ্ছে সৌদি-কাতার
জারেড কুশনার ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

দীর্ঘ তিন ছরের বেশি সময়ের পর আবারও নিজেদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তিতে চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব ও কাতার।

বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বিরোধ নিষ্পত্তি করতে প্রাথমিক চুক্তিতে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশ দুটি।

জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা ছাড়ার আগেই উপসাগরীয় অঞ্চলের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার শেষ চেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।   

চলতি সপ্তাহের শুরুতে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছিলেন কুশনার। বুধবার মধ্যপ্রাচ্য মিশন শেষে তিনি যুক্তরাষ্ট্র ফিরে গেছেন।

ওই আলোচনায় গুরুত্ব পেয়েছিল কাতারি বিমান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা ব্যবহারের বিষয়টি। প্রাথমমিকভাবে এ চুক্তির বিষয়টিও এগিয়েছে।  

২০১৭ সালে সৌদির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কাতারের ওপর। সৌদি ছাড়া তিন দেশ কাতারের ওপর থেকে অবরোধ বা নিষেধাজ্ঞা অপসারণের ব্যাপারে তাদের শর্ত শিথিল করেছে। সম্প্রতি সৌদি আরবও সংকট নিরসনে পথ খুঁজছে।   

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা