ঢাকা সফরে আসছেন না চীনের প্রতিরক্ষামন্ত্রী

  ঢাকা সফরে আসছেন না চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকায় আসছেন না। 

রোববার নেপালের কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, নেপাল সফর শেষে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকায় আসছেন। 

কিন্তু ঢাকার সংশ্লিষ্ট বিশ্বস্ত একটি সূত্র রোববার রাতে যুগান্তরকে নিশ্চিত করেছে যে, চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন না।

এর আগে রোববার কাঠমান্ডু পোস্টের এক অনলাইন প্রতিবেদনে জানা যায়, একদিনের ঝটিকা সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন। 

রোববার নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন।

প্রতিবেদনে এ সংক্রান্ত কোনো সূত্রের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ঢাকার বিশ্বস্ত সূত্র জানায়, চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি বাংলাদেশে আসছেন না। তবে তার বাংলাদেশে আসার কথা ছিল বলে সূত্রটি জানায়। 

এছাড়া কী কারণে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল করা হয়েছে তার কোনো কারণও জানায়নি সূত্রটি।

চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই দুই দিনের নেপাল সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

এরপরই ঝটিকা কাঠমান্ডু সফরে গেলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি। ছবি: সংগৃহীত 
jugantor

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা