যুদ্ধবিরতির জন্য আলোচনার আগ্রহ দেখালো আর্মেনিয়া
আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আর্মেনিয়া । আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ শুক্রবার থেকে এমনটি বলা হয়েছে।
বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শুক্রবারও টানা ষষ্ঠ দিনের মতো সংঘাত চলেছে।
আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। এই পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়েছে। এই সংঘাতে উভয় পক্ষেরই শতাধিক সেনার মৃত্যু হয়েছে।
১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।
Comments