বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক

 

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে দুই দিনে আটকা পড়েছেন শতাধিকের মতো পর্যটক। 

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। ফলে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। 

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপে বেড়াতে এসে দুদিন ধরে আটকা পড়া পর্যটকেরা নিরাপদে আছেন। পর্যটকদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানো হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে কর্ণফুলি এক্সপ্রেস নামে পর্যটকবাহী একটি জাহাজ চলাচল করছে। ৩ নম্বর সর্তক সংকেত থাকায় দুর্ঘটনা এড়াতে এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে দ্বীপে আটকা পড়া পর্যটকেরা যাতে নিরাপদে থাকতে পারেন সেজন্য সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফেরত আনা হবে। 

বিডি প্রতিদিন/এমআই

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা