সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসছে আটকে পড়া ভারতীয় পিঁয়াজ

ভারতে আটকে পড়া পিঁয়াজ আজ শনিবার দুপুর থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। বেলা ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একে একে পিঁয়াজবাহী ৭টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। আর একটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। গত সোমবার থেকে ট্রাকগুলো ভারতে আটকে থাকায় ইতিমধ্যে পিঁয়াজে পঁচন ধরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার বন্দরে ৮ ট্রাক পিঁয়াজ ঢুকার কথা রয়েছে। এর মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৭টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে এবং বাকি একটি ট্রাক পবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে পিঁয়াজগুলো প্রবেশের সঙ্গে সঙ্গে লোড-আনলোডের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানামা পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ভারতে আটকে পড়া শতাধিক ট্রাক পিঁয়াজ প্রবেশের অপেক্ষায় রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম
Comments