চীনা ব্যাংকগুলোর ডলার অ্যাকসেস বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

সম্প্রতি স্বায়ত্বশাসন আইন পাস হয় মার্কিন কংগ্রেসে। ইতোমধ্যে এই আইনে স্বাক্ষরও করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে এমন ব্যক্তিদের সঙ্গে লেনদেন অব্যাহত থাকলে চীনের ব্যাংকগুলোর ডলার অ্যাকসেস বন্ধ করে দিতে পারে আমেরিকা।
এই আইনে চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও ব্যাংক অব চায়না, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সিয়াল ব্যাংক অব চায়না এবং চায়না কনস্ট্রাকশন ব্যাংকের ডলার অ্যাকসেস সীমিত করা হবে বলে মনে করা হচ্ছে।
আর এটা করা হলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বে এসব প্রতিষ্ঠান। ব্লুমবার্গের তথ্যানুসারে, শুধু ২০১৯ সালেই চীনের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডলার লেনদেন লেনদেন ছিল ১.১ ট্রিলিয়ন। এই ব্যাংকগুলো মূলত চীনা ব্যবসায়ীদের ব্যবসায়কি লেনদেন করে থাকে। সেই সঙ্গে চীনের বেল্ট ও রোড অবকাঠামোগত উন্নয়নেও আর্থিক সহায়তায় সম্পৃক্ত এই প্রতিষ্ঠানগুলো। সূত্র: নিক্কেই এশিয়ান রিভিউ
বিডি প্রতিদিন/কালাম
Comments