শরীয়তপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে জরিমানা

শরীয়তপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে জরিমানা

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে  ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করায় ২০ জনকে  অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, প্রেমতলা, নিরালা, স্বর্ণঘোষ ও  পৌরসভার ১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গতকাল বিকাল সাড়ে ৪টা হতে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ রাত ৮ টার পরে বাইরে আড্ডা দেয়াসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ২০ জনকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়।  দোকান, শপিংমল বিকাল ৪টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। 

বিডি প্রতিদিন/আল আমীন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা